For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঘুঘুর বাসা ভাঙতে রাজ্যের BLRO-দের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যের একশ্রেনীর দুর্নীতিপরায়ণ BLRO-দের উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন তদন্তের নির্দেশও।
03:05 PM Dec 12, 2023 IST | Koushik Dey Sarkar
ঘুঘুর বাসা ভাঙতে রাজ্যের blro দের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার মাটি থেকে বছর দুই আগে যে হুঁশিয়ারি দেওয়া ও কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছিলেন তিনি, তা অব্যাহত রাখলেন এদিনও অর্থাৎ মঙ্গলবারও। রাজ্যের একশ্রেনীর দুর্নীতিপরায়ণ BLRO-দের উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিলেন তিনি, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ি(Silliguri) শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে(Kanchanjangha Stadium) এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেই মঞ্চ থেকেই তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন BLRO-দের। সাফ জানিয়েছেন, ‘কোনও কোনও BLRO দুষ্টু লোকদের সঙ্গে মিশে জমির পাট্টা নিয়ে দুর্নীতি করছে। আমি মুখ্যসচিবকে বলছি, এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যে কোনও দুর্নীতিতে কোনও সরকারি অফিসার যুক্ত থাকলে ছাড়া হবে না। কড়া পদক্ষেপ নিতে হবে।’

Advertisement

এর আগেও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের(Land and Land Reforms Department) কাজকর্মে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ‘ঘুঘুর বাসা’ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। বহুদিন ধরে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। তা কানে এসেছে মুখ্যমন্ত্রীরও। আর তার পরই তিনি নিজে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজের দিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই মুহূর্তে রাজ্যজুড়ে জমিহারাদের জমির পাট্টা বিলির কাজ চলছে। সরকারি উদ্যোগে এই কাজে কোনওরকম গরমিল পেলে অভিযোগের তির উঠছে BLRO-দের দিকেই। আর তা নিয়েই শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রীর এদিনের হুঁশিয়ারি। 

Advertisement

তিনি জানিয়েছেন, ‘কয়েকজন BLRO অবৈধ কাজে যুক্ত হচ্ছে। জমির পাট্টা বিক্রি করছে বলে অভিযোগ পাচ্ছি। মুখ্যসচিবকে বলছি, অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কোনও রাজনৈতিক নেতার বাড়ি থেকে টাকা উদ্ধার হলে, তা ফলাও করে সংবাদমাধ্যমে দেখানো হয়। কিন্তু কোনও সরকারি আধিকারিক ঘুষ নিলে, তা চাপা পড়ে যায়। আমি বলছি, আমাদের রাজ্যে কোনও সরকারি আধিকারিক ঘুষ নিলে কিন্তু ছাড় পাবেন না। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।’

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শেষদিন। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান থেকেই ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকে ১২ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে।

যদিও সেই সভা থেকেই তিনি নিশানা বানিয়েছেন একশ্রেনীর দুর্নীতিবাজ BLRO-দের। বলেছেন, ‘আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু BLRO দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু'একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।’

Advertisement
Tags :
Advertisement