For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ফের ধস শেয়ারবাজারে, ৬১৭ পয়েন্ট খুঁইয়ে ৭৩ হাজারের ঘরে নামল সেনসেক্স

05:03 PM Mar 11, 2024 IST | Sundeep
ফের ধস শেয়ারবাজারে  ৬১৭ পয়েন্ট খুঁইয়ে ৭৩ হাজারের ঘরে নামল সেনসেক্স
Advertisement

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই ধস নামল শেয়ারবাজারে। সোমবার একদিনে ৬১৭ পয়েন্ট কমে ফের ৭৩ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর ১৬১ সূচক কমে ২২ হাজার ৩৫০-এর নিচে নেমেছে নিফটি। এদিন নির্বাচনী বন্ডের তথ্য নিয়ে শীর্ষ আদালতে জোর ধাক্কা খাওয়ার পরে শেয়ারবাজারে পতনের মুখ দেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার। ১.৭৪ শতাংশ মূল্য হ্রাস হয়েছে।

Advertisement

গত সপ্তাহে অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়ে ইতিহাসে প্রথমবারের মতো ৭৪ হাজারের ঘরে ঢুকে পড়েছিল সেনসেক্স। গত শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৪,১১৯ দশমিক ৩৯ সূচকে। এদিন সকালে আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বাড়তি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করেছিল। কিন্তু বাজার শুরুর পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। এক সময়ে ৭৪২ সূচক হারিয়ে সাড়ে ৭৩ হাজারের নিচে নেমে যায়। সেনসেক্সের পতনে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। দুপুর আড়াইটার পরে খানিকটা ঘুরে দাঁড়ালেও শেষ লগ্নে ফের নিচের দিকে নেমে যায়। দিনের শেষে ৬১৬.৭৫ সূচক কমে ৭৩,৫০২.৬৪ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ১৬০ দশমিক ৯০ সূচক কমে ২২,৩৩২.৬৫ সূচকে বন্ধ হয় নিফটি।

Advertisement

এদিন স্মলক্যাপ ইনডেক্স কমেছে ২ শতাংশের কাছাকাছি। একমাত্রা ওষুধ শিল্প বাদে বাকি সব ক্ষেত্রই রেড জোনে থেকে বন্ধ হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি, আবাসন, অটো, তেল ও গ্যাস, মেটাল ক্ষেত্র। নির্বাচনী বন্ড নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরে শেয়ারবাজারেও ভরাডুবির মুখে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement
Tags :
Advertisement