For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ময়াঙ্ক যাদবকে ভারতীয় দলে দেখতে চান কোচ দেবেন্দ্র

12:46 PM Apr 01, 2024 IST | Mainak Das
ময়াঙ্ক যাদবকে ভারতীয় দলে দেখতে চান কোচ দেবেন্দ্র
Advertisement

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় সবচেয়ে দ্রুততম বলটি করে সকলকে চমকে দিয়েছিলেন লখনউ সুপার জায়েন্টসের খেলোয়াড় ময়াঙ্ক যাদব। এরপরে ২১ বছরের তরুণ পেসারকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তাঁর কোচ দেবেন্দ্র শর্মা। ময়াঙ্কের কোচ জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেই জায়গা পাওয়ার কথা ছিল তরুণ পেসারের। কিন্তু চোটের কারণে তা হয়নি।

Advertisement

গত শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে যার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হলেন লখনউয়ের পেসার ময়াঙ্ক যাদব। তার বোলিং দেখে মুগ্ধ বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররাও। ২১ বছর বয়সি এই বোলার যে ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য, সেকথা ফুটে উঠল ময়াঙ্কের কোচ দেবেন্দ্র শর্মার কথায়। তিনি জানান, মুখ্য নির্বাচক অজিত আগারকার দল নির্বাচনের আগে ময়াঙ্কের বোলিং দেখতে চেয়েছিলেন। কিন্তু চোট থাকায় সেটা সম্ভব হয়নি। এরফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি ময়াঙ্কের। একইসঙ্গে তিনি বলেন, 'আগামীদিনে ময়াঙ্ক ভারতীয় দলে জায়গা করে নেবে বলে আশা করছি।  ভগবানের কাছে প্রার্থনা করি, ও যেন ফিট থাকে।'

Advertisement

পাশাপাশি ময়াঙ্কের কোচ জানান, এবছর আইপিএলের মরশুম শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন, ময়াঙ্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলুক। একইসঙ্গে গুজরাত টাইটান্সের আশিস নেহরাও তাঁকে নেওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিল। শেষ পর্যন্ত লখনউ সুপার কিংস ময়াঙ্ককে কুড়ি লক্ষ টাকায় কিনে নেয়। উল্লেখ্য, এবারেই প্রথম আইপিএলে লখনউ সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছে ময়াঙ্কের। ২০২২ সালের আইপিএলের আগেই তাঁকে কিনেছিল লখনউ। কিন্তু তাঁকে সেবার খেলানো হয়নি।

Advertisement
Tags :
Advertisement