OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তামিলনাডুতে কংগ্রেস-ডিএমকে আসন সমঝোতা চূড়ান্ত, ৯ আসনে লড়বে খাড়গের দল

07:59 PM Mar 09, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই দ্রাবিড় ভূমে আসন সমঝোতা চূড়ান্ত করল ডিএমকে-কংগ্রেস। পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে যে সূত্র মেনে আসন সমঝোতা হয়েছিল দু’দলের, সেই সূত্র মেনেই এবারেও সমঝোতা হয়েছেন। তামিলনাডুর ৩৯ লোকসভা আসনের মধ্যে ৯টি লড়বে কংগ্রেস। পাশাপাশি পুদুচেরির আসনেও প্রার্থী দেবে মল্লিকার্জুন খাড়গের দল।

শনিবার আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও প্রদেশ কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুথাংয়াই। উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং অজয় কুমার। ওই বৈঠকেই ঠিক হয়েছে, ২০১৯ সালের লোকসভা ভোটের মতো এবারেও দ্রাবিড় ভূমে ৯টি আসনে লড়বে কংগ্রেস। বাকি ৩০ টি আসন থেকে অন্যান্য শরিকদের আসন ছাড়বে ডিএমকে। গতবার যে ৯টি আসনে জিতেছিল হাত শিবির, এবারেও সেই আসনগুলিতে প্রার্থী দেবে। উল্লেখ্য, পাঁচ বছর আগে জোট বেঁধে লড়ে তামিলনাডুর ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল কংগ্রেস-ডিএমকে জোট। ৫৩.১৫ শতাংশ ভোট পেয়েছিল। রাজ্যের বাকি আসনটি গিয়েছিল জয়ললিতার দল এআইএডিএমকে’র দখলে। বিজেপি ও জয়ললিতার দলের জোট পেয়েছিল মাত্র ৩০.৫৬ শতাংশ ভোট। পুদুচেরি আসনটিতে জয়ী হয়েছিলেন কংগ্রেসের ভি ভাইথিলিঙ্গম।

এদিন ডিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেন, ‘ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের যে অটুট বন্ধন রয়েছে, ফের একবার প্রমাণিত হল। গতবারের মতো এবারেও লোকসভা ভোটে তামিলনাডুতে ইন্ডিয়া জোটের ঝড় উঠবে।’

Tags :
DMK-Congress Seat DealLok Sabha pollsM K StalinRahul gandhi
Next Article