OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, বহরমপুরে লড়ছেন অধীর

09:38 PM Mar 21, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে ৫৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের আটটি টাসন রয়েছে। বহরমপুর থেকে ফের প্রার্থী হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রায়গঞ্জ থেকে লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)।  উত্তর কলকাতা থেকে লড়বেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

 গত ৮ মার্চ লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। প্রথম দফায় ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাহুল গান্ধি। কেরলের ওয়ানাড থেকেই ফের প্রার্থী হচ্ছেন তিনি। তিন দিন বাদে গত ১২ মার্চ দলের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় ৪৩ আসনের প্রার্থীর নাম জানানো হয়। এদিন ৫৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অর্থা‍ৎ তিন দফা মিলিয়ে ১৩৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল শতাব্দী প্রাচীন দল।

এদিন কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় অরুণাচল প্রদেশের ২টি আসন, গুজরাতের ১১টি, কর্নাটকের ১৭টি, মহারাষ্ট্রের ৭টি, রাজস্থানের ৬টি, তেলঙ্গানার ৫টি, পশ্চিমবঙ্গের আটটি ও পুদুচেরির একটি আসন রয়েছে। গুজরাতের আনন্দ আসনে লড়ছেন সে রাজ্যের কংগ্রেস পরিষদীয় দলনেতা অমিত চাবড়া। বেঙ্গালুরু উত্তর আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ এমভি রাজীব গৌড়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জামাতা রাধাকৃষ্ণ লড়ছেন কর্নাটকের গুলবর্গা আসনে। বেঙ্গালুরু দক্ষিণ আসন থেকে লড়বেন বিধায়ক সৌম্যা রেড্ডি। বেঙ্গালুরু সদর আসনে লড়বেন মনসুর আলি খান। মহারাষ্ট্রের শোলাপুর থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্ধের মেয়ে প্রণতি সিন্ধে। অরুণাচল পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি। গুজরাতের গান্ধিনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে লড়বেন সোনাল পটেল।  এক নজরে দেখে নিন পুরো প্রার্থী তালিকা-

Tags :
Adhir ranjan chowdhuryCongress Candidate ListLok Sabha ElectionLok Sabha Election 2024:
Next Article