OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

JNU-কাণ্ড থেকে 'বেশরম রং', স্বল্প কেরিয়ারে একাধিক বিতর্কে দীপিকা

২০২০ সালের JNU আক্রমণ এবং নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই সময় ছপাক প্রচারে জেএনইউ-তে তাঁর একক এবং নীরব সফর
04:16 PM Jan 05, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: দীপিকা পাড়ুকোন (DEEPIKA PADUKONE), এই মুহূর্তে বলিউডের একজন অনন্য প্রতিভাবান অভিনেত্রী। শুধু দেশ নয়, গোটা বিশ্বে তাঁর রাজত্ব বহাল। ঝুলিতে রয়েছে একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ তিনি। মাত্র ১৬ বছর কেরিয়ারে একাধিক মাইলফলক অর্জন করেছেন অভিনেত্রী। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'ওম শান্তি ওম' চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বলিউডে ডেবিউ। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি তাঁর হিট। যদিও দীপিকা পাড়ুকোন ২০০৬ সালে ইন্দ্রজিথ লঙ্কা পরিচালিত ঐশ্বরিয়া নামে একটি কন্নড় ভাষার রোমান্টিক ছবিতে কাজ করেছিলেন। এতে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।  এছাড়াও তিনি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি। কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে যোগ দেওয়ার থেকে শুরু করে কাতার বিশ্বকাপে ট্রফি উন্মোচন, বিশ্বের নবম সুন্দরীর আখ্যা পাওয়া, একাধিক স্বীকৃতি অভিনেত্রীর মুকুটে রয়েছে। বর্তমানে A লিস্টার অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আছেন দীপিকা পাড়ুকোন। যাই হোক, আজকে তাঁকে নিয়ে এত আলোচনা করা কারণ, অভিনেত্রী ৫ জানুয়ারি ৩৮ বছরে পা দিয়েছেন। সকাল থেকেই অভিনেত্রীর সহকর্মী থেকে ভক্ত সকলেই শুভেচ্ছার ভরাচ্ছেন তাঁকে। যদিও অভিনেত্রী স্বল্প কেরিয়ারে সফল হলেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। যা তাঁর কেরিয়ার রীতিমতো ঘুরিয়ে দিয়েছিল। সেগুলি কী কী?

পরিচালক সঞ্জয় লীলা বনসালির ব্লকবাস্টার 'পদ্মাবত'-এ প্রধান চরিত্রে অভিনয় করে ছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু ২০১৮ সালে ছবিটি রিলিজের আগেই রীতিমতো তোলপাড় শুরু হয় দেশে। কারণ, ঐতিহাসিক ছবিটি রানী পদ্মাবতীর জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল। অভিযোগ, ছবিতে রানী পদ্মাবতীর আপাত ভুল উপস্থাপন। এই চরিত্রে অভিনয় করায় অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। দেশেজুড়ে বিক্ষোভ চরমে উঠলেও দীপিকা স্থির ছিলেন, তিনি একটুও ভয় পাননি। আর বিক্ষোভ, এবং সহিংসতার কারণে ছবিটির মুক্তি এক মাস বিলম্বিত হয়।

এই ঘটনার দুই বছর পরে, দীপিকা তাঁর কেরিয়ারের আরও একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর প্রথম প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'ছপাক' মুক্তির কয়েকদিন আগে, অভিনেতা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ২০২০ সালের JNU আক্রমণ এবং নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই সময় ছপাক প্রচারে জেএনইউ-তে তাঁর একক এবং নীরব সফর, তাঁকে বিতর্কে টেনে আনে। এমনকী এর প্রতিবাদে অভিনেত্রীকে বয়কটের আহ্বান জানানো হয়। জেএনইউ সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অভিনেত্রী একটি কালো পোশাকে অংশ নিয়েছিলেন।তখন ছিল জানুয়ারি মাস। শীতের রাত। তাঁর ছবিগুলি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ডানপন্থীর একটি অংশ তাকে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। আর এই ঘটনার প্রভাব পড়ে অভিনেত্রীর ছবিতে। ছাপাকের বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

জেএনইউ সফরের পর থেকে, দীপিকা আরও দুটি বড় বিতর্কে জড়িয়েছিলেন। একটি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায়, ড্রাগস পাচারের জন্য তলব করা হয়েছিল দীপিকা-সহ বলিউডের একাধিক তারকাকে। এরপরে গতবছর মুক্তিপ্রাপ্ত 'পাঠান' ছবির "বেশারম রঙ " গানটিতে অভিনেত্রীর গেরুয়া বিকিনি। এতে বিজেপির মন্ত্রী এবং ডানপন্থী দলগুলি দাবি করেছিল যে, গানে অভিনেত্রী কমলা পোশাক পরে জাফরান রঙের অপমান করেছে,যা হিন্দু সম্প্রদায়ের পবিত্র রঙ। এছাড়াও সম্প্রতি কফি উইথ করণে দীপিকা তাঁর স্বামী রণবীর সিংয়ের সামনে বলেছিলেন যে, তিনি রণবীরের সঙ্গে কমিটেড থাকাকালীনও তাঁর একাধিক প্রেমিক ছিল। বিষয়টি তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। তবে কোনও বিতর্কই অভিনেত্রীর কেরিয়ারের দরজা বন্ধ করে দিতে পারেননি। পদ্মাবত এবং জেএনইউ বিতর্ক নিয়ে গতবছর টাইম ম্যাগাজিনকে অভিনেত্রী বলেছিলেন, "আমি কোনো বিতর্ক নিয়েই কিছুই অনুভব করি না।"

২০২৪ সালে দীপিকার তিনটি বড় ছবি মুক্তি পাবে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের সঙ্গে দীপিকার ফাইটার, এছাড়াপ্রভাসের কালকি 2898 এডি এবং সিংহাম এগেন-এও এই বছরেই মুক্তি পাবে।

Tags :
Deepika padukone
Next Article