OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

১০ দিনের পুলিশি হেফাজত শেখ শাহজাহান, নির্দেশ আদালতের

বৃহস্পতিবার বেলার দিকে শেখ শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে। আর সেখানেই বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
11:09 AM Feb 29, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার তিনি ঠিক কবে হয়েছেন, সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। কেননা পুলিশও খোলসা করেনি ঠিক কবে তাঁকে আটক করা হয়েছে। পুলিশ খালি জানিয়েছে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি পুলিশ তদন্তের স্বার্থে এটাও জানাতে চাইছে না যে ঠিক কার বাড়ি থেকে সেই গ্রেফতারির ঘটনা ঘটেছে। তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে সেই তাঁকে মানে শেখ শাহজাহানকে(Sheikh Sahajahan) তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে(Basirhat Sub Divison Court)। আর সেখানেই বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের(Police Custody) নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা জনিয়েছেন, পুলিশের তরফে ১৪ দিনের হেফাজত চাওয়া হলেও আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। বসিরহাট পুলিশ জেলারই কোনও থানায় তাঁকে রাখা হবে। তবে সেই থানা সন্দেশখালি(Sandeshkhali) বা ন্যাজাট হবে না। 

৫৫ দিনের টালবাহানার অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। এদিন তাঁকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের লকআপেই রাখা হয় তাঁকে। এদিন সকালে রাজ্য পুলিশের এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, ‘সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা ভুল। এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির ওপরে কোনও বিধিনিষেধ নেই, তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি।’ যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির ঘটনা কাল রাতে ঘটলেও দিন ২ আগেই শাহজাহান আটক হয়েছেন পুলিশের হাতে। কিন্তু সন্দেশখালিতে যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে তাই পুলিশ ঘর গুছিয়ে গ্রেফতারির ঘটনা সামনে এনেছে।

পুলিশের হাতে শাহজাহান গ্রেফতার হতেই কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালি। গ্রেফতারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন। লাল, সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তাঁরা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়। শাহজাহানের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখালি। প্রসঙ্গত, আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহানের দক্ষিণ হস্ত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। এবার শাহজাহান গ্রেফতার হতেই খুশ বিক্ষুব্ধ জনতা।

Tags :
Basirhat Sub Divison CourtPolice CustodySandeshkhaliSheikh Sahajahan
Next Article