For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

২৩২ জন পার্টির সদস্যকে Get Out Notice ধরালো CPI(M)

পূর্ব মেদিনীপুর জেলায় দলের ২৩২ জন পার্টি সদস্যকে দল থেকে বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করল বাংলার ৩৪ বছরের শাসক দল সিপিআই(এম)।
03:49 PM Dec 09, 2023 IST | Koushik Dey Sarkar
২৩২ জন পার্টির সদস্যকে get out notice ধরালো cpi m
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দল আগেই দলের নীতি জানিয়ে দিয়েছিল। তৃণমূলকে(TMC) হারাতে কোনওভাবেই বিজেপির হাত ধরা যাবে না। বিজেপি(BJP) শক্তিশালী হয় এমন কোনও কাজ করা যাবে না। চলবে না বিজেপির সঙ্গে কোনও আঁতাত বা আসন সমঝোতা। স্থানীয় স্তরে কোনও জোটগঠন করাও যাবে না। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই আঁতাত থেকে আসন সমঝোতা, জোট থেকে ঘোঁট সব কিছুই দেদার ভাবে হয়েছে চলতি বছরেই হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election 2023)। দলের নির্দেশকে দলেরর সদস্যরা যেভাবে উপেক্ষা করেছেন তাতে করে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছিলেন লালপার্টির(CPIM) নেতারা। স্থানীয় স্তর থেকে রাজ্যস্তর সর্বত্রই সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা। কেননা নীচুতলার নেতাকর্মীদের ওপর দলের জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বের যে আর কোনও নিয়ন্ত্রণ নেই তা প্রকট হয়ে গিয়েছিল। সেই অস্বস্তি কাটাতেই এবার দলের ২৩২ জন পার্টি সদস্যকে দল থেকে বহিষ্কার(Expulsion from the Party) বা সাময়িক বরখাস্ত(Suspended) করল বাংলার ৩৪ বছরের শাসক দল সিপিআই(এম)। ঘটনাস্থল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)।

Advertisement

জানা গিয়েছে, বামেরা ক্ষমতায় থাকাকালীন পূর্ব মেদিনীপুরে সিপিএমের সাধারণ পার্টি সদস্য বা জেনারেল মেম্বার ছিলেন প্রায় ১৭ হাজার। ২০০৮-০৯ সাল থেকে সদস্য সংখ্যা কমতে থাকে। ২০১১ সালে সেই সংখ্যাটা কমে হয় সাড়ে চার হাজার। ২০১৮-‘১৯ সালে আবার সংখ্যাটা ঊর্ধ্বমুখী হয়। আপাতত গোটা জেলায় ৮ হাজারের কিছু বেশি দলের সদস্য রয়েছেন। পঞ্চায়েতে দলের নির্দেশিকা মানেননি এসেরই অনেকেই। কোথাও তাঁরাই কর্মাধ্যক্ষ কিংবা প্রধান ও উপপ্রধান হয়েছেন। এরকম বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের জেলায় দলকে শক্তিশালী করে তুলতে ৪০৯৫ জনকে পার্টির সদস্যপদ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে CPI(M)। এরা আপাতত একাধিক গণফ্রন্টের সঙ্গে যুক্ত। লোকসভা ভোটে তাঁদের বিভিন্ন এলাকায় কাজে লাগানো হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এদের সদস্যপদ দেওয়ার কাজ শেষ হবে। তবে যাদের বহিষ্কার করা হয়েছে তাঁদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেই জানানো হয়েছে। যাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে তাঁদের ফেরানো হবে কিনা তা পরে ঠিক করা হবে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement