OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বঙ্গে মমতা ২টি আসন ছাড়ুন বামেদের, চাইছে পলিটব্যুরো

আলিমুদ্দিনকে পাশে সরিয়ে রেখেই সিপিআই(এম) পলিটব্যুরো চাইছে মমতা এ রাজ্যেও বামেদের ২টি আসন ছাড়ুন। নজরে INDIA জোট।
02:53 PM Dec 23, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোটের লক্ষ্যে দেশে গঠিত হয়েছে মহাজোট INDIA। সেই জোটের শরিক হয়েছে কংগ্রেস(INC), তৃণমূল(TMC) ও বামেরা(Left)। যদিও বাংলায় এই ৩ দলের মধ্যে আসনরফা নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছে। কেননা বাংলার বামেরা তৃণমূলের সঙ্গে কোনও জোট চাইছে না। একই মত প্রদেশ কংগ্রেসের অধিকাংশ নেতারই। তবে তাঁরা দলের হাইকম্যান্ডকে সরাসরি না বলেননি জোটের প্রসঙ্গে। তাঁরা চাইছেন বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হলে অন্তত ৭টি আসন যেন কংগ্রেসকে ছাড়ে তৃণমূল। আর যদি জোট না হয় তাহলে একাই লড়াই করবেন তাঁরা। তবে সেক্ষেত্রে বামেদের সঙ্গে জোট গড়ার একটা চেষ্টা করা হবে। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অবশ্য জানিয়ে দিয়েছেন, দুই দলের সঙ্গে আলোচনার জন্যই তাঁর দরজা খোলা আছে। আর সেই সূত্রেই আলিমুদ্দিনকে পাশে সরিয়ে রেখেই সিপিআই(এম) পলিটব্যুরো(CPIM Politburo) চাইছে মমতা এ রাজ্যেও বামেদের ২টি আসন ছাড়ুন।

বাংলার বাম নেতারা উগ্র ও অন্ধ মমতা বিরোধী হলেও সিপিআই(এম)’র অনান্য রাজ্যের নেতারা এতটা মমতা বিরোধী নন। এমনকি ত্রিপুরার বাম নেতারাও এতটা মমতা বিরোধী নন। জাতীয় রাজনীতির স্বার্থে তাঁরা মমতা ও তৃণমূলের ক্ষেত্রে কৌশলী অবস্থান নেন। দেশের ক্ষমতা থেকে বিজেপি(BJP) তথা নরেন্দ্র মোদিকে(Narendra Modi) অপসারণ করার জন্য যদি মমতার মতো কাউকে এগিয়ে দিতে হয় সেক্ষেত্রে তাঁরা যে মমতাকে সমর্থন জানাবেন সেটা তাঁরা আগেও জানিয়ে দিয়েছেন। সিপিআই(এম) পলিটব্যুরোর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন বাংলায় মমতা বা তৃণমূলের সঙ্গে আসনরফা সম্ভব নয়। যদিও সূত্রের খবর, পলিটব্যুরো চায় বাংলাতেও জোট হোক। মমতা আসন ছাড়ুন বামেদের। আর সেটাও মাত্র ২টি। কেননা পলিটব্যুরোর অভিমত, মমতা কংগ্রেসকে ২টির বেশি আসন ছাড়বেন না। তা সে কংগ্রেস যত আসনই তাঁর কাছে দাবি করুক না কেন। তিনি যদি ২টি আসন কংগ্রেসকে ছাড়তে পারেন, তাহলে তিনি তা বামেদেরও দিতে পারেন। চাইতে অসুবিধা কোথায়?

আলিমুদ্দিন অবশ্য এই প্রস্তাবে রাজী নয়। কিন্তু এটাও ঘটনা, কংগ্রেস হাইকম্যান্ড যেমন তৃণমূলের সঙ্গে জোট চাইছে আর সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস নেতাদের কার্যত যেমন কোনও ভূমিকাই থাকছে না, তেমনি সিপিআই(এম) পলিটব্যুরো যদি তৃণমূলের সঙ্গে জোট চায় তাহলে সেখানে আলিমুদ্দিনও কিছু করে উঠতে পারবে না। পলিটব্যুরোর অধিকাংশের দাবি, যেখানে INDIA জোটে সব দল নিজেদের নিশ্চিত আসনের সংখ্যা বাড়াতে চাইছে জোটের মাধ্যমে সেখানে বাংলায় কেন তা সম্ভব নয়। একা লড়ে বা কংগ্রেসের সঙ্গে জোট গড়ে কী নিশ্চিত জয় মিলবে বাংলার মাটিতে? কিন্তু সেটাই সম্ভব হবে, যদি মমতা বামেদের আসন ছাড়তে রাজী হন তো। সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-দুর্গাপুর এবং জলপাইগুড়ি এই দুটি লোকসভা কেন্দ্র তাঁরা চাইছেন মমতার কাছ থেকে। যদিও আলিমুদ্দিনের নেতাদের দাবি, এইরকম জোট হলে রাজ্যে দলের অন্দরেই বিদ্রোহ জেগে উঠবে। অনেকেই বসে যাবেন। এখন দেখার বিষয়, মমতা কী করেন এবং অবশ্যই, পলিটব্যুরো শেষ পর্যন্ত কী অবস্থান নেয়। সূত্রের দাবি, এই প্রসঙ্গে দিল্লিতে নাকি মমতা ও ইয়েচুরির(Sitaram Yechury) মধ্যেও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

Tags :
BJPCPIM PolitburoINCindiaLeftMamata BanerjeeNarendra modiSitaram YechuryTmc
Next Article