For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সরকারি লেনদেনের ক্ষেত্রে বড় সুবিধা হারাতে চলেছেন স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রহীতারা

আসলে বেশকিছু গ্রাহকরা আর লেনদেন সংক্রান্ত রিওয়ার্ড পয়েন্টস পাবেন না বলে জানিয়েছে SBI-কার্ডের একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি।
06:07 PM May 27, 2024 IST | Susmita
সরকারি লেনদেনের ক্ষেত্রে বড় সুবিধা হারাতে চলেছেন স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রহীতারা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ফের SBI গ্রাহকদের জন্যে দুঃসংবাদ। তবে সব গ্রাহক নয়, শুধুমাত্র ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রহীতাদের জন্যে খারাপ খবর। আসলে বেশকিছু গ্রাহকরা আর লেনদেন সংক্রান্ত রিওয়ার্ড পয়েন্টস পাবেন না বলে জানিয়েছে SBI-কার্ডের একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি। উল্লেখ্য, মোটামুটি সব ছোট-বড় ক্রেডিট কার্ড সংস্থাই গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিনিময়ে রিওয়ার্ড পয়েন্টস দেয়। আর রিওয়ার্ড পয়েন্টসগুলি শপিং, বিমানের টিকিট কাটা, হোটেল বুকিং-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। যার ফলে কার্ড ব্যবহারকারীদের মোটা অঙ্কের টাকা বাঁচে।

Advertisement

কিন্তু এবার সেই সকল ব্যবহারকারীদের জন্যই দুঃসংবাদ। কারণ বেশিরভাগ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই এই রিওয়ার্ড পয়েন্টস গুলির উপর নির্ভর করে। সম্প্রতি SBI কার্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুলত সরকার সংক্রান্ত কোনও লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্টস পাবেনা ব্যবহারকারীরা। আগামী ১ জুন থেকে এই নিয়ম লাঘু হবে বলে জানিয়েছে SBI-কার্ডের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তি। আর SBI-এর যে সকল কার্ডগুলি তে এই রিওয়ার্ড পয়েন্টস দেওয়া বন্ধ হবে, তার তালিকাও বেশ দীর্ঘ। 

Advertisement

যেমন,

১. এসবিআই কার্ড এলিট

২. এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ

৩. এসবিআই কার্ড পালস

৪. সিম্পলি ক্লিক SBI কার্ড

৫. সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড

৬. এসবিআই কার্ড প্রাইম

৭. এসবিআই কার্ডের প্রাইম অ্যাডভান্টেজ

৮. এসবিআই কার্ড প্ল্যাটিনাম

৯. এসবিআই কার্ড প্রাইম প্রো

১০. এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ

১১. গোল্ড এসবিআই কার্ড

১২. গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড

১৩. গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড

১৪. গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি SBI কার্ড

১৫. গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ SBI কার্ড

১৬. গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড

১৮. সিম্পলি সেভ SBI কার্ড

১৯. সিম্পলি সেভ এমপ্লয়িজ SBI কার্ড

২০. সিম্পলি সেভ অ্যাডভান্টেজ এসবিআই কার্ড

২১. গোল্ড অ্যান্ড মোর টাইটানিয়াম SBI কার্ড

২২. সিম্পলি সেভ প্রো এসবিআই কার্ড

২৩. কৃষক উন্নতি এসবিআই কার্ড

২৪. সিম্পলি সেভ মার্চেন্ট SBI কার্ড

২৫. সিম্পলি সেভ UPI SBI কার্ড

২৬. SIB SBI প্লাটিনাম কার্ড

২৭. SIB SBI SimplySAVE কার্ড

২৮. KVB SBI প্লাটিনাম কার্ড

২৯. KVB SBI গোল্ড অ্যান্ড মোর কার্ড

৩০. KVB SBI সিগনেচার কার্ড

৩১. কর্ণাটক ব্যাঙ্ক SBI প্লাটিনাম কার্ড

৩২. কর্ণাটক ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড

৩৩. কর্ণাটক ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম

৩৪. এলাহাবাদ ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট

৩৫. এলাহাবাদ ব্যাঙ্ক এসবিআই কার্ড প্রাইম

৩৬. এলাহাবাদ ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড

৩৭. সিটি ইউনিয়ন ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম

৩৮. সিটি ইউনিয়ন ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড

৩৯. সেন্ট্রাল ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট

৪০. কেন্দ্রীয় ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম

৪১. সেন্ট্রাল ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড

৪২. UCO ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম

৪৩. ইউকো ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড

৪৪. ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট

৪৫. পিএসবি এসবিআই কার্ড এলিট

৪৬. PSB SBI কার্ড প্রাইম

৪৭. PSB SBI সিম্পলি সেভ কার্ড

Advertisement
Tags :
Advertisement