OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না, সাফ জবাব মমতার

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার প্রসঙ্গে মমতা এদিন সাফ নাকচ করে দিয়েছেন। বলেছেন, স্কাইওয়াজ ভেঙে ফেলার প্রশ্নই নেই।
03:13 PM Jan 16, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহ ধরে চলছে বিতর্ক। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) আগেই যা জানাবার তা জানিয়ে দিয়েছেন। তাতেও বিতর্ক ধামাচাপা পড়েনি। এবার সেই বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। তিনিও এক সুরে সেটাই জানিয়ে দিলেন যা আগেই ফিরহাদ জানিয়েছেন। নজরে দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশন(Dakshineshwar Metro Rail Station) এবং সংলগ্ন স্কাইওয়াক(Skywalk)। মেট্রো রেলের দক্ষিণেশ্বর স্টেশনে আপ লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার কোনও সুযোগ নেই। সেই কারণে কোনও ট্রেন দমদমের দিক থেকে দক্ষিণেশ্বর এলে সেই ট্রেন আবার যাত্রী নিয়ে ফিরে যাওয়ার পথে বরানগর স্টেশন পার না হলে নতুন করে কোনও ট্রেন ঢুকতে পারে না দক্ষিণেশ্বরে। সেই কারণে রেল রাজ্যের কাছে আর্জি রেখেছিল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভেঙে সেখানে মেট্রোকে অতিরিক্ত লাইন বসানোর জায়গা দেওয়া হোক। কিন্তু সেই আর্জি যে মানা সম্ভব নয়, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন ফিরহাদ। এবার মুখ্যমন্ত্রীও সেই একই কথা জানালেন। ভাঙা হবে না স্কাইওয়াক।

এদিন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার প্রসঙ্গে মমতা জানিয়েছেন, দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মায়ের মন্দির নিয়ে গোটা বাংলার আবেগ রয়েছে। আগে সংকীর্ণ পথ দিয়ে চলতে অসুবিধা হত দর্শনার্থীদের। সেই কারণেই স্কাইওয়াক তৈরি করেছিল সরকার। সে জন্য রাজ্য সরকারের প্রচুর অর্থ খরচ হয়েছে শুধু নয়, এতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সুবিধা হয়েছে। রাজ্যের গর্বও এই স্কাইওয়াক। তাই ভেঙে ফেলার প্রশ্নই নেই। নবান্ন সূত্রে বলা হচ্ছে, রেল মন্ত্রককে(Rail Ministry) পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সম্প্রসারণের জন্য বিকল্প জমির ব্যবস্থা সরকার করার চেষ্টা করবে। কিন্তু তা হলে স্কাইওয়াকে হাত লাগানো যাবে না। যদিও রেলের দাবি, সরকারি প্রকল্পের জন্য জনস্বার্থে জমি অধিগ্রহণের ব্যবস্থা রয়েছে আইনে। সরকার চাইলে সাধারণ মানুষের স্বার্থে জমি অধিগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বাজারমূল্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। রেলের প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এ ধরনের প্রকল্প তৈরি বা সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হলে রেল রাজ্য সরকারকেই জানায়। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেলকে দিক। যদিও এবার তাতে দাঁড়ি টেনে দিলেন মুখ্যমন্ত্রী। 

এদিন নবান্ন থেকে মমতা সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন, ‘কলকাতার প্রতিটি মেট্রো প্রকল্প আমার করা। জোকা-তারাতলাও। প্রত্যেকটা জায়গায় একটু একটু করে কাজ হচ্ছে আর উদ্বোধন করছে। মেট্রো রেল চিঠি পাঠিয়ে বলেছে স্কাইওয়াক অন্য জায়গায় সরাতে হবে। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্টে দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছি। আমার হৃদয়ে মণিমুক্তোর মতো রয়েছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। আমি কোনও মতেই তা ভাঙতে দেব না। জোকা তারাতলা মেট্রো স্টেশনের জন্য আলিপুর বডিগার্ড লাইনস ভাঙতে বলছে। আলিপুর বডিগার্ড লাইন্স অনেক পুরাতন। হেরিটেজ এলাকা। কলকাতা পুলিশের হৃদয়ে রয়েছে বডিগার্ড লাইন্স। কোনও মতেই ভাঙতে দেব না। ওরা আলাদা রুট চাইলে জায়গা দিয়ে দেবো। কিন্তু ভাঙতে দেব না। মনে রাখবেন ভারতীয় রেলের ২১টা জোন আছে। তার মধ্যে ১টা জোন এই কলকাতার।’ 

Tags :
Dakshineshwar Metro Rail StationFirhad HakimMamata BanerjeeRail MinistrySkywalk
Next Article