OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কেরলের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ফোন, তদন্তে পুলিশ

11:56 AM Nov 02, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের প্রাণনাশের হুমকি দিয়ে খোদ পুলিশের কন্ট্রোল রুমেই ফোন করলেন অজ্ঞাতপরিচয়ধারী। বুধবার সন্ধ্যায় পুলিশের সদর দফতরের কন্ট্রোল রুমে ওই ফোন এসেছে। হুমকি ফোন পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ফোন নম্বর ট্র্যাক করে হুমকিদাতাকে গ্রেফতারের চেষ্টা শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমের পুলিশ কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি ফোন এসেছিল। কণ্ঠস্বর শুনে কন্ট্রোল রুমে থাকা আধিকারিকদের মনে হয়েছে, কোনও নাবালকই ওই ফোন করেছিল। যদিও কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তদন্তে নেমেছে পুলিশ। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিউজিয়াম থানায় কেরল পুলিশ আইনের ১১৮ (বি), ১২০ (০) ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

কেরল পুলিশ আইনের ১১৮ বি ধারা অনুযায়ী, পুলিশ, দমকল-সহ জরুরি পরিষেবাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ। আর ১২০ (০) ধারা অনুযায়ী, ইমেল, ফোন কিংবা অন্য কোনও যোগাযোগমাধ্যমের সাহায্যে কোনও ব্যাক্তিকে হুমকি দেওয়াও গুরুতর অপরাধ। বৃহস্পতিবার রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়ে আসা ফোন নিয়ে সমস্ত দিক থেকেই তদন্ত করে দেখা হচ্ছে। কেউ রসিকতার ছলে ওই ফোন করেছিল নাকি কোনও কট্টর মৌলবাদী সংগঠন ওই ফোনের পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অবশ্য হুমকি ফোনদাতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Tags :
death threatDeath threat to Kerala CM Pinarayi VijayanKerala CM Pinarayi Vijayan
Next Article