OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দিল্লির ED কার্যালয়ে হাজিরা দেবের, আশ্বাস তদন্তে সহযোগিতার

ED’র ডাকে সাড়া দিয়ে দিল্লিতে তাঁদের কার্যালয়ে হাজিরা দিলেন দেব। গরু পাচার মামলায় দেবকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে CBI। এবার পালা ED’র।
11:16 AM Feb 21, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র ডাকে সাড়া দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ(TMC MP) দীপক অধিকারী তথা টলি হিরো(Tolly Hero) দেব(Deb)। এদিন অর্থাৎ বুধবার তিনি দিল্লিতে ED’র সদর কার্যালয়ে হাজির হয়েছেন বেলা ১১টা নাগাদ। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে আগেই জানা গিয়েছিল। যদিও সেই তলবে দেব সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার এবার অবসান ঘটল। সূত্রে জানা গিয়েছে, দেব ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে, তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন। দেবের ED’র ডাকে সাড়া দেওয়া নিয়ে এদিন এখনও পর্যন্ত রাজ্যের শাসক দলের তরফে কোনও বিবৃতি দেওয়া না হলেও যেদিন এই তলবের বিষয়টি প্রথমবার সামনে এসেছিল সেদিনই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, যা করা হচ্ছে তা আদতে প্রতিহিংসার রাজনীতি। যখন দেব আর ২৪’র ভোটে তৃণমূলের প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তখন দেবের স্তুতিতে মেতেছিল গেরুয়া ব্রিগেড। কিন্তু পরে সেই ছবি যখন বদলে যায় তখনই রাতারাতি তাঁকে দিল্লির কার্যালয়ে ডেকে পাঠায় ED।

দেবকে গরু পাচার মামলায়(Cattle Smuggling Case) এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কলকাতায়, দিল্লিতে ডেকে পাঠানো হয়নি। সেই জিজ্ঞাসাবাদ করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এবার কিন্তু দেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদম দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। দেব অবশ্য হাজিরাও দিয়েছেন। CBI ও ED দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই আদালতের নির্দেশে বাংলার গরু পাচার মামলায় তদন্ত করছে। দুই সংস্থারই দাবি, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ। এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কলকাতার নিজ়াম প্যালেসে দেবকে ডেকে পাঠিয়েছিল CBI। সেদিন দেবকে প্রায় ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন জিজ্ঞাসাবাদ শেষে CBI কার্যালয় থেকে বেরিয়ে দেব জানিয়েছিলেন, ‘একজন ব্যক্তিকে চিনি কিনা, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’ এদিন তিনি বাইরে বেড়িয়ে কী বলেন সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে। উল্লেখ্য, গত বছর আরেক টলি অভিনেতা তথা বিজেপির বিধায়ক হিরণ অভিযোগ তুলেছিলেন যে, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। সেই অভিযোগের জেরে দেব পাল্টা জানিয়েছিলেন, তথ্যপ্রমাণ থাকলে ED বা CBI’র কাছে যান হিরণ।

Tags :
Cattle smuggling caseCBIDebEDTMC MPTolly Hero
Next Article