OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মদনমোহনের পাশেই কাঠামিয়া মন্দিরে ‘বড় তারা’র পুজো হয় কোচবিহারে

কোচবিহারের অন্যতম প্রাচীন ও বড় কালিপুজো হল ‘বড় তারা’র পুজো। প্রায় দুই শতাব্দী ধরে কোচবিহারের এই পুজো হয়ে আসছে।
05:45 PM Nov 04, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজাদের রাজত্বপাট আজ আর নেই। কিন্তু তাঁদের হাতে শুরু হওয়া পুজো আজও সমান ভক্তিভরেই আয়োজিত হয় প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। উত্তরবঙ্গের(North Bengal) এক কোনে রয়েছে কোচবিহার জেলা(Coachbehar District)। সেই জেলার প্রাণজেন্দ্র কোচবিহার শহর। এই শহরই ছিল কোচ রাজাদের(Coach Dynasty) রাজধানী। তাই আজও কোচবিহারকে রাজাদের শহর বলা হয়। এই শহরেই রয়েছে রাজপরিবারের ইষ্টদেবতা মদনমোহনের মন্দির। সেই মন্দিরের পাশেই আছে কাঠামিয়া মন্দির। সেখানেই প্রতিবছর কালিপুজোর(Kali Puja 2023) দিন পুজো পান ‘বড় তারা’ মা। এই পুজো দেখভালের দায়িত্বে রয়েছে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড। কোচবিহারের অন্যতম প্রাচীন ও বড় কালিপুজো হল ‘বড় তারা’র পুজো(Bara Tara Puja)। প্রায় দুই শতাব্দী ধরে কোচবিহারের এই পুজো হয়ে আসছে। স্থানীয়দের কাছে দেবী ‘বড় তারা’ নামেই পরিচিত। এই পুজো ঘিরে রয়েছে বহু ইতিহাস, বহু সম্ভ্রমের গল্প। এলাকাবাসীর মতে, ‘দেবী মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে কোনও কিছু নিষ্ঠা ভরে চাইলে মা কখনও কাউকে খালি হাতে ফেরান না।’

জানা যায়, কোচবিহার রাজপরিবারের(Royal Family) হাতেই শুরু হয়েছিল এই পুজো। তাঁরাই এই পুজোর নিয়মকানুন চালু করে দিয়ে গিয়েছেন। ট্রাস্ট বোর্ডের মতে, পুজোর বয়স ২০০ বছরেরও বেশি। এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহে কিন্তু কোনওদিনও একটুও ভাঁটা পড়েনি৷ এই পুজোর রীতি, সাধারণ কালী পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। দেবী মূর্তিরও আলাদা বিশেষত্ব রয়েছে। এখানে দেবী প্রতিমার গায়ের রং কালো। এক হাতে খড়্গ, অন্য হাতে কাটারু। দেবী প্রতিমার দৃষ্টি যে দিকে থাকে, সেই দিকেই মাথা দিয়ে শায়িত থাকেন শিব। তাঁর জটার মধ্যে থাকে পদ্ম। প্রতিমার পাশে একটির বদলে দু’টি শেয়াল থাকে। দীপান্বিতা অমাবস্যার রাতে ১০৮টি সোনা ও রুপোর মুণ্ডমালায় সেজে ওঠেন কোচবিহারের রাজপরিবারের ‘বড় তারা’। সঙ্গে থাকে রাজপরিবারের অন্যান্য স্বর্ণালঙ্কারও।  

লক্ষ্যণীয় ভাবে এখানে প্রতিমার হাতে কোনও মুন্ডমালা থাকে না। তাঁর জায়গায় থাকে রক্ত ভর্তি একটি পাত্র। বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে প্রভাত চিত্র করের পরিবার। এই পুজোর রীতি অন্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় বলি ও ভোগের নিয়মও আলাদা। এই পুজোতে পাঁচ রকমের বলির নিয়ম রয়েছে — পাঁঠা, হাস, মেষ, পায়রা ও মাগুর মাছ। আগে অবশ্য কচ্ছপও বলি দেওয়া হত। তবে এখন তা হয় না। একই সঙ্গে পাঁঠার মাংসের ভোগ নিবেদন করা হয় দেবীকে। সঙ্গে থাকে শোল মাছ পোড়াও। পুজোর পরের দিন সকালের পুজো শেষে ‘বড় তারা’কে লম্বা দিঘিতে বিসর্জন দেওয়া হয়।

Tags :
Bara Tara PujaCoach DynastyCoachbehar DistrictKali Puja 2023north bengalRoyal Family
Next Article