For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দলছুট হরিণকে জঙ্গলে ফেরাতে নাকানিচোবানি খেলেন বনকর্মীরা

06:24 PM Jul 03, 2024 IST | Srijita Mallick
দলছুট হরিণকে জঙ্গলে ফেরাতে নাকানিচোবানি খেলেন বনকর্মীরা
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ প্রায়শই সামনে আসে দলছুটের ঘটনা। কখন হাতি আবার কখন হরিণের। এই আবহে এবার দলছুট হরিণকে জঙ্গলে ফেরাতে নাজেহাল অবস্থা হল বন কর্মীদের। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে। বুধবার রাজাভাতখাওয়া চা বাগানের শ্রমিকরা দুপুরে খাবার খাওয়ার খেয়ে কাজে ফিরতেই দেখান জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হরিণ।

Advertisement

এদিন হরিণকে ঘুরে বেড়াতে  দেখার পরেই রাজাভাতখাওয়া চা বাগানের শ্রমিকরা বনদপ্তরের শ্রমিকদের খবর দেয়। এরপর হরিণটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। কারণ, হরিণটি গোটা বাগান জুড়ে দৌড়াতে শুরু করে। অবশেষে বনকর্মীদের ফেলা জালে হরিণটি ধরা পড়ে । জানা গিয়েছে, হরিণটি চিতল প্রজাতির।

Advertisement

 উল্লেখ্য,  চলতি বছর  আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। তারমধ্যে রয়েছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প ,  জলদাপাড়া জাতীয় উদ্যান, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক , সিঞ্চল ন্যাশনাল পার্ক, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি,সব উদ্যানগুলি।  সেই সময় বনের প্রাণীদের বংশবৃদ্ধি করান হয়। তাই জঙ্গলের ভেতর ঢোকার জন্য জারি থাকে নিষেধাজ্ঞা। আর এই সময় বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে প্রবেশ করল  হরিণ।

Advertisement
Tags :
Advertisement