OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার, তোপ সোনিয়ার

11:29 AM Dec 20, 2023 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : সংসদে শতাধিক সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় এবার মোদি সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। মোদি সরকারকে নিশানা করে সোনিয়া বলেছেন, 'গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কেন্দ্রের শাসকরা।'

বুধবার সংসদের পুরনো ভবনে বসেছিল কংগ্রেস সংসদীয় বোর্ডের বৈঠক। ওই বৈঠকে টানা দু'দিন সংসদের দুই কক্ষ থেকে ১৪১ বিরোধী সাংসদকে সাসপেন্ডের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁর কথায়, 'উপযুক্ত কারণেই আওয়াজ তুলেছিল বিরোধীরা। কিন্তু বিরোধীদের দলের সাংসদদের বলতে দেওয়া হচ্ছে না। আসলে এই সব করে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করছে মোদি সরকার। এই ধরনের ঘটনা আগে কখনও হয়নি।'

একইসঙ্গে তিনি জানান, কিছুদিন আগে ঘটে যাওয়া স্মোক ক্যানকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা। কীভাবে সংসদ চত্বর নিরাপত্তার চাদরে ঢাকা থাকা সত্ত্বেও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংসদে ঢুকে পড়ল, সেবিষয়েই সরকারকে প্রশ্ন করা হয়েছিল। কী অন্যায় করেছে বিরোধী দলের সাংসদরা? কেন তাঁদের বলতে দেওয়া হবে না? প্রশ্ন করে কী অন্যায় করেছে বিরোধী দলের সাংসদরা। তাঁর মতে, যেভাবে সরকারকে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করছে, তাতে নিন্দার কোনও ভাষা নেই।

পাশাপাশি স্কোক ক্যান কাণ্ডে প্রধানমন্ত্রীকেও এদিন নিন্দা করেন সোনিয়া। তিনি জানান, ঘটনা ঘটার চার দিন পর প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। তবে তিনি সাসদের ভিতর কোনও বিবৃতি দেননি। এর থেকেই প্রমাণিত, তিনি কীভাবে সংসদের অবমাননা করছেন। সংসদকে অবমাননা তো দেশের মানুষকে অপমান করারই সামিল। প্রসঙ্গত, স্মোক ক্যান কাণ্ডের পর প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে দেখা যায় একটি হিন্দি দৈনিক সংবাদপত্রে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সংসদে স্মোক ক্যান কাণ্ডের পর অধিবেশনে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে আসছে বিরোধী দলের সাংসদরা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়। এরই প্রতিবাদে দফায় দফায় সংসদের দুই কক্ষেই সরব হন বিরোধী দলের সাংসদরা।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলায় ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

Tags :
congressParliamentSonia gandhi
Next Article