OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নিজের ধর্ম পালনে অন্যের কোনও অসুবিধা নয়, সতর্ক করলেন ডিজি

06:51 PM Jul 16, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: ধর্মাচরণের ক্ষেত্রে কারুর যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার। বুধবার একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে উল্টোরথ এবং মহরম। সে উপলক্ষে কারুর যাতে কোথাও কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নজর রাখার জন্য রাজ্য প্রশাসনের তরফে অনুরোধ জানিয়েছেন ডিজি রাজীব কুমার(Rajeev Kumar)।একই সঙ্গে কেউ যাতে কোথাও আইন নিজের হাতে না তুলে নেন, তাও নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

তিনি বলেছেন, কোথাও যদি গন্ডগোলের সামান্যতম খবর কারুর কাছে থাকে, তা জানানোর জন্য বা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিজির কথায়, নিজের নিজের ধর্ম পালনের অধিকার সবার রয়েছে, কিন্তু তা কখনও অন্যের অসুবিধা করে নয়। এমন কোনও ঘটনার ইঙ্গিত পেলে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।উল্লেখ্য, গত বছর এই সময়ে কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছিল। তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগাম সতর্ক রয়েছে বলেছেন জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,মহরম(Maharam) ও উল্টোরথ সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন, কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন।

পুলিশ, প্রশাসন সব রকম ভাবে প্রস্তুতি সেরে রেখেছে।আমাদের যে স্লোগান 'ধর্ম যার যার, উৎসব সবার' এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।কাউকে আইন হাতে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।দক্ষিণ ২৪ পরগনায় যে সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই, তেমনি আমরা এই বিষয়টিকে ছোটো করেও দেখছি না। জানান রাজ্য পুলিশের ডিজি।মনোজ ভার্মাএডিজি আইনশৃঙ্খলা বলেন,(কুলতলির বিষয়ে) এটা একরকম চিটিং রেকেট। কতবড় বিষয় সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।

Tags :
DG Rajeev KumarDG Rajeev Kumar and ADG (Law And Order) Manoj Verma
Next Article