For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অবাক কাণ্ড! গ্রেফতার আল্লু অর্জুন, সুপারস্টারের ছবি ঘিরে হৈচৈ, আসল ঘটনা কী?

তাহলে কী অন্যায় করলে অভিনেতা? না একেবারেই নয়! আসলে সত্য হল, অভিনেতা সম্প্রতি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের জন্য হায়দরাবাদের আরটিও অফিসে গিয়েছিলেন। আর সবটাই ছবির স্বার্থে।
03:53 PM Mar 21, 2024 IST | Sushmitaa
অবাক কাণ্ড  গ্রেফতার আল্লু অর্জুন  সুপারস্টারের ছবি ঘিরে হৈচৈ  আসল ঘটনা কী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে হুলস্থূল কাণ্ড! গ্রেফতার হলেন নাকি তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন? নায়কের একটি ছবি ইতিমধ্যেই ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছে? হঠাৎ পুলিশ থানায় কী করছেন অভিনেতা! এই উত্তর খুঁজতেই ব্যস্ত এখন নেট মহল। দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ততম নায়ক আল্লু অর্জুন। বর্তমানে তিনি 'পুষ্পা ২'-এর শুটিংয়ে ব্যস্ত। আগামী অগস্টে মুক্তি পাবে আল্লুর বহু প্রতীক্ষিত এই ছবি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র 'পুষ্পা'-র সিক্যুয়েলের কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

এই বহুমুখী অভিনেতা সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন। পুষ্পা ২-এর পোস্টার এবং টিজার ইতিমধ্যেই গোটা সোশ্যাল মিডিয়া তছনছ করে দিয়েছে। ভক্তদের অপেক্ষার বাঁধ ভেঙেছে রীতিমতো। কিন্তু এর মধ্যেই আল্লুকে আচমকাই একটি পুলিশ থানায় দেখা গেল। যে ছবিটি নেটপাড়ায় ভাইরাল হতেই উত্তপ্ত ভক্তরা। কিন্তু আসল বিষয়টি জানতে খানিকটা অবাকই হবেন। ছবিতে দেখা যাচ্ছে প্যান-ইন্ডিয়ান হার্টথ্রব আল্লু অর্জুন পুলিশের হাতে ধরা পড়েছে। তবে পুলিশ নয়, অভিনেতা নিজেই হায়দরাবাদের আরটিও অফিসে গিয়েছিলেন। তাহলে কী অন্যায় করলে অভিনেতা? না একেবারেই নয়! আসলে সত্য হল, অভিনেতা সম্প্রতি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের জন্য হায়দরাবাদের আরটিও অফিসে গিয়েছিলেন। আর সবটাই ছবির স্বার্থে।

Advertisement

রিপোর্ট অনুসারে, পরিচালক সুকুমার ফিল্মে কিছু হাই-অকটেন চেজ সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন, যেখানে একজন শিল্পীর অবশ্যই একটি অনুমোদিত আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাতে শ্যুটগুলি কোনও ঝামেলা ছাড়াই সহজে সফল হয়। সুতরাং, যে ছবিগুলি ভাইরাল হয়েছে, সেগুলি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স অর্জনের জন্য তেলেঙ্গানার খয়রাতাবাদের আরটিও অফিসের। কিন্তু এখনও অনেকে দাবি করেছেন যে, তেলেঙ্গানা পুলিশ কোনও অজ্ঞাত কারণে অভিনেতাকে গ্রেফতার করেছে। আল্লু অর্জুন সাম্প্রতিক ভাইজাগ সফর থেকে একটি স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেছেন। যেখানে তিনি ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান।

পুষ্প: দ্য রুল হল ফিল্মমেকার সুকুমারের সঙ্গে আল্লু অর্জুনের চতুর্থ সহযোগিতা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না, জগপতি বাবু, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, সুনীল, জগদীশ প্রতাপ বান্দারি এবং আরও অনেক অভিনেতা।

Advertisement
Tags :
Advertisement