For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

১২ হাজার কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুললেন গুগলের সিইও

02:53 PM Dec 16, 2023 IST | Srijita Mallick
১২ হাজার কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুললেন গুগলের সিইও
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্ব জুড়ে আর্থির মন্দার প্রভাব চলতি বছরেও জারি রয়েছে। আর সেই তালিকায় সংযোজন হয় গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটও। প্রায়  ১২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। এই কর্মী ছাঁটাইয়ের জেরে বিশ্ব জুড়ে মোট কর্মীসংখ্যার ৬% কমেছে বলে জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

Advertisement

সম্প্রতি এক বৈঠকে গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই কর্মী ছাঁটাই নিয়ে মুখ খোলেন। পিচাই বলেন,’ যে কোনো কোম্পানির পক্ষে কর্মী ছাঁটাই করা খুবই কঠিন কাজ। গুগলে গত ২৫ বছরে আমরা এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। বর্তমানে আমি মনে করি, বৈশ্বিক পরিবর্তনের জন্য বিনিয়োগের সক্ষমতা তৈরি করা খুব কঠিন হয়ে পড়ত। তাই আমরা যদি পদক্ষেপ না নিতাম, তাহলে এটি আরও খারাপ পরিস্থিতি যেত।“

Advertisement

গত বছর নভেম্বর মাসেই অ্যালফাবেটের তরফে জানানো হয়েছিল যে নতুন বছরের শুরুতেই মূলত "খারাপ পারফরম্যান্স"-এর ইস্যুতে ১২,০০০কর্মীকে ছাঁটাইয়ের প্রস্তুতি নিয়েছে  অ্যালফাবেট। সেক্ষেত্রে সার্বিকভাবে কোম্পানির উন্নতির জন্যেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে বলেও সেসময় কোম্পানির তরফে জানানো হয়েছিল। তাই ২০২৩ সালের প্রথমেই পাকাপাকিভাবে ছাঁটাইয়ের ঘোষণা করেছে অ্যালফাবেট। গত বছর নভেম্বর থেকে কর্মী ছাঁটাইয়ের ট্রেন্ডে রয়েছে মেটা, ফেসবুক, টুইটার  সহ আরও অনেক বহুজাতিক কোম্পানি। বিশ্বজুড়ে চলতে থাকা আর্থিক মন্দার প্রভাবে বাড়ছে চাকরি হারানোর প্রবণতা।

Advertisement
Tags :
Advertisement