For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পর্যটকের ভিড় দিঘার সৈকতে

02:50 PM Jan 15, 2024 IST | Subrata Roy
মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পর্যটকের ভিড় দিঘার সৈকতে
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দিঘা:মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ভিড়ে জমে উঠল দিঘার সৈকতে। সোমবার সকাল থেকে থিক থিকে ভিড় দিঘার সৈকতের(Digha Sea Beach) স্নানঘাট গুলিতে। অনেকেই সূর্য দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন দিঘার সমুদ্রে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘা থানা এবং ময়না কোস্টাল থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিঘার সৈকতে।

Advertisement

এমনকি জলপথে স্পিড বোট(Speed Boat) করে টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় হয়েছে দিঘার সৈকতে। অন্যদিকে,কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর জেলা। মকর সংক্রান্তিতে কুয়াশায় ঢাকলো পশ্চিম মেদিনীপুর জেলা। ঘন কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুর জেলা সহ খড়্গপুর(Khargpur) শহরও। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে গাড়ি চলাচলে, এমনকি রেল চলাচলেও বিঘ্নিত। ভাবলেই মনে হবে যেন একটুকরো দার্জিলিং উঠে এসেছে জেলায়। হু হু নামছে পারদ আর যার জেরে ব্যাপক অসস্তিতে সাধারণ মানুষ।

Advertisement

রাস্তায় গাড়ির চালকেরা জানান, "ঘন কুয়াশার(Fog) ফলে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, গাড়ি চালাতে হচ্ছে আন্দাজে এবং ধীর গতিতে, অসতর্কিতভাবে সামনে থেকে কেউ এলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।"অপরদিকে এই কনকনে শীত থেকে বাঁচার জন্য কোথাও আগুন জ্বালিয়ে ক্ষনিকের উষ্ণতা অনুভব করার প্রয়াস মানুষের। সেই সাথে ভীড় বেড়েছে চায়ের দোকানে(Tea Stall)।

Advertisement
Tags :
Advertisement