For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রচারে বেরিয়ে তৃণমূলের অনুষ্ঠানে আচমকাই দিলীপ

03:31 PM Apr 11, 2024 IST | Mainak Das
প্রচারে বেরিয়ে তৃণমূলের অনুষ্ঠানে আচমকাই দিলীপ
Advertisement

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কংগ্রেসের জলছত্রের উদ্বোধনী অনুষ্ঠানে আচমকাই হাজির বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাইক হাতে বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। দিলীপের এই আগমন নিয়ে বিজেপিকে ঠেস মারতে ছাড়েননি তৃণমূল।

Advertisement

এদিন বর্ধমান বাঘার ২ নম্বর অঞ্চলে তালিত এলাকায় জলছত্র উদ্বোধনের আয়োজন করেছিল তৃণমূল। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এদিন আচমকাই তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে চলে আসেন বিজেপি প্রার্থী। তৃণমূলের অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখতে দেখা যায় দিলীপ ঘোষকে। সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি। দিলীপ ঘোষের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু দিলীপবাবু হাসিমুখে তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে বিদায় নেন। জানা গিয়েছে, এদিন ভাতার বিধানসভা এলাকায় দলের কাজে যাচ্ছিলেন দিলীপ। সেইসময়ই তিনি তৃণমূলের শরবত বিলি অনুষ্ঠানে যোগদান করেন। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, ‘আমাকে ডাকেন তাঁরা। শরবত খেতে বলেন, বলেন বসুন। ওদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি। কোলাকুলি করি। মাইকে ভাষণ দিয়ে বলি, ঈদের পর গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে। সব অনুষ্ঠানে যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পালন করা হয়।‘

Advertisement

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘তৃণমূলের অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন। তাঁকে আমরা স্বাগত জানাচ্ছি। বিজেপি প্রার্থী হোক বা যেকোনও রাজনৈতিক দলের প্রার্থী হোক না কেন, যেকেউ এখানে আসতেই পারেন। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।‘ একইসঙ্গে তৃণমূল বিজেপিকে ঠেস দিয়ে জানান, যারা মিথ্যা কথা বলে তৃণমূলের নিন্দা করে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তাঁদের কাছে এটা একটা বার্তা বহন করবে।

Advertisement
Tags :
Advertisement