OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জানেন কী, 'পুষ্পা ২'-এর জন্যে কোনও পারিশ্রমিক নিচ্ছেন না আল্লু অর্জুন?

পুষ্পার ডিজিটাল স্ট্রিমিং অধিকারগুলি অ্যামাজন প্রাইম ভিডিও ৩০ কোটি টাকায় কিনেছে। কিন্তু, এখন বলা হচ্ছে যে পুষ্পা 2 অধিকার Netflix দ্বারা অধিগ্রহণ করেছে।
10:52 AM Nov 26, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সাল। এই তো মাত্র ৩ বছর আগের কথা। যখন ছোট্ট একটি ন্যানোমিটার সাইজের ভাইরাস ঘিরে ফেলেছিল গোটা পৃথিবীকে। যার কোপে এক লাফে মানুষ ঘরবন্দী থেকেছে দিনের পর দিন, মাসের পর মাস। ছোট থেকে বড় সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কোর্ট কাছারি সবটাই বন্দি হয়ে গিয়েছিল কম্পিউটার বা ইন্টারনেটের আওতায়। সে এক অদ্ভূত জীবনধারা গিয়েছে মানুষের। এমনকী সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও ঘরবন্দী হয়ে গিয়েছিলেন। করোনা ভাইরাসের দাপটে বন্ধ হয়ে গিয়েছিল স্টুডিও পড়ার সমস্ত দরজা। যদিও সেই ফাঁকেই শুটিং সেরে ফেলেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। তবে ২০২১ সালে করোনা ভাইরাস একটু মাথা নিচু করতেই ফের কাজ শুরু হয় অভিনয়ের।

কিন্তু তখনও অনলাইনের খাঁচায় বন্দী ছিল অফিস-কাছারি। সে যাই হোক, বিনোদন জগতেরও তখন বেশ খারাপ অবস্থা ছিল। ঠিক সেই সময়েই আল্লু অর্জুনের 'পুষ্পা'র খাতিরে খুলেছিল বিনোদন জগতের ব্যবসার খাতা। হ্যাঁ, করোনা পরবর্তীকালে সবথেকে বেশি শিল্পমহলকে আয় দিয়েছিল এই ছবি। সুতরাং আল্লু এবং পুষ্পার কথা ভোলা মুশকিল দেশ বাসি এবং ইন্ডাস্ট্রির। যে ছবির গান, প্রতিটা সংলাপ দিয়েছিল ঘরবন্দী দেশবাসীদের বিনোদন। প্রায় ৫০০ কোটি টাকার বাজেট করেছিল এই ছবি বিশ্বব্যাপী। তাই ছবির সিক্যুয়ালের আশা তো ভক্তদের মধ্যে ছিলই। কয়েক মাস আগেই পুষ্পা ২-এর টিজার রিলিজ করেছিল। যেখানে আল্লু অর্জুনের ভয়ঙ্কর রূপ একেবারে ফিদা করেছিল ভক্তদের। সেই কারণে উত্তেজনা যেন এখন তুঙ্গে। পুষ্পার মাধ্যমেই প্রথম প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে স্বীকৃতি পান আল্লু। আগামী বছর ১১ অগস্ট মুক্তি পাচ্ছে 'পুষ্পা: দ্য রুল'। তবে জানেন কী, এই ছবির জন্যে পারিশ্রমিক প্রত্যাখ্যান করেছেন আল্লু। এই ছবির সিক্যুয়ালই এনে দিয়েছে তাঁকে জাতীয় পুরস্কার।

গত মাসেই সেই পুরস্কার হাতে তুলে নিয়েছেন অভিনেতা। পুষ্প 2: দ্য রুল ছবিটি পরিচালনা করছেন সুকুমার। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন পুষ্পার সিক্যুয়েলের জন্য পারিশ্রমিক বা বেতন প্রত্যাখ্যান করেছেন। এর আগে ইংরেজি জাগরণের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, পুষ্পার ডিজিটাল স্ট্রিমিং অধিকারগুলি অ্যামাজন প্রাইম ভিডিও ৩০ কোটি টাকায় কিনেছে। কিন্তু, এখন বলা হচ্ছে যে পুষ্পা 2 অধিকার Netflix দ্বারা অধিগ্রহণ করেছে। সূত্র অনুসারে, Netflix একটি বড় অঙ্কের অর্থ প্রদান করেছে, প্রাইম ভিডিও পুষ্পা 2 অধিকার পাওয়ার জন্য যা প্রদান করেছে তার চেয়ে তিনগুণ বেশি। পুষ্পা ২-তে আল্লু ছাড়াও আরও অভিনয় করছেন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দান্না, সুনীল, প্রকাশ রাজ, জগপতি বাবু। Mythri Movie Makers-এর ব্যানারে ছবিটির ব্যাঙ্করোল করেছেন নবীন ইয়েরনেনি এবং ইয়ালামঞ্চিলি রবি শঙ্কর। আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে পুষ্প 2।

এদিকে আল্লু অর্জুন পরবর্তীতে AA22 শিরোনামের একটি প্রকল্পের জন্য ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে পুনরায় একত্রিত হবেন। প্রতিবেদন অনুসারে, এটি একটি পিরিয়ড অ্যাকশন ঘরানার এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি হবে। এই ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে তৃষা কৃষ্ণান।

Tags :
Allu arjunpushpa-2
Next Article