OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভোটের আগে ফের মানুষের দুয়ারে নেতাজির দল

07:50 PM Dec 29, 2023 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : ভাঁড়ে মা ভবানী। তাই লোকসভা ভোটের আগে চাঁদা সংগ্রহে নামছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি হওয়া ফরওয়ার্ড ব্লক। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাজির আবেগকে উস্কে দিতে চাইছে দল। সেইজন্য এই কর্মসূচির নাম ‘ঘরে ঘরে নেতাজি’।

শুক্রবার ফরওয়ার্ড ব্লকের তরফে নতুন এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী পয়লা জানুয়ারি থেকে টানা তিন মাস চলবে এই চাঁদা সংগ্রহ কর্মসূচি। এর আগেও একবার এই চাঁদা সংগ্রহ কর্মসূচি চলেছে। তবে এবার এটা দ্বিতীয় দফা। গত অক্টোবর মাস ধরে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কর্মসূচি শুরু করেছে এই বামপন্থী দলটি। ফরওয়ার্ড ব্লকের দাবি, অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখনও পর্যন্ত ৪০ হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, নতুন বছর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রত্যেক পরিবারের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হবে। তবে এর থেকে বেশি কেউ চাঁদা দিতে পারেন। ৪০ হাজার পরিবারের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে কেউ চাইলে দশ টাকারও বেশি চাঁদা দিতে পারেন।

গত বিধানসভা ভোটে একটি আসনও জিততে পারেনি বামফ্রন্ট। বামফ্রন্টের শরিক দল হিসাবে ফরওয়ার্ড ব্লকের স্বভাবতই কোনও জনপ্রতিনিধি নেই। পাশাপাশি গত লোকসভা ভোটেও ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কোনও প্রার্থী জয়লাভ করেনি। ফের আরও একটা লোকসভা নির্বাচন আসতে চলেছে। তাই জনগনের মনের ভাব বুঝে নিতে ফের আরও একবার সাধারণ মানুষের দুয়ারে যেতে চাইছে নেতাজির স্মৃতি বিজরিত এই দলটি।

Tags :
forward blocKolkataLOKSABHA ELECTIONNetajiPolitics.
Next Article