For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ , নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধুর

06:04 PM Jun 22, 2024 IST | Subrata Roy
মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ   নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধুর
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ , নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধুর।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনা।একদল রাজনৈতিক নেতাদের মদতেই অবৈধ মদের দোকানের রমরমা ব্যবসা চলছে নিউ টাউনশিপ থানার(New Township P.S.) অন্তর্গত ২৩ নাম্বার ওয়ার্ডে। অবৈধ মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ফের কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ। অবৈধভাবে রাজনৈতিক নেতাদের সাথে রাত্রিবাস করলেই স্বামীর কাজ ফিরবে। অভিযোগ এরকম প্রস্তাব দেওয়া হয়। সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয়।ভয়ে আত্মঘাতী সুসাইড নোট লিখে গৃহবধূ আত্মঘাতীর চেষ্টা করেন শুক্রবার বিকালে।

Advertisement

চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে(Durgapur)। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীন পল্লী এলাকার বাপি অঙ্কুর নামের এক ব্যক্তি দুর্গাপুরের ইন্দোআমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন। তাঁর স্ত্রী রিঙ্কু অঙ্কুর নবীন পল্লী(Nabinpally) এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামে এলাকার তিন নেতার মদতে চলা অবৈধ মদের দোকানের প্রতিবাদ করে। তারপরেই বাপি অঙ্কুরকে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় ২৩নং ওয়ার্ডের একদল নেতা বলে অভিযোগ। তারপরেই স্বামীর ঠিকাদারি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন রিঙ্কু অঙ্কুর। তারপরেই তিন নেতা মিলে রিঙ্কুকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ। সেই ভয়েই সুইসাইট নোট লিখে শুক্রবার দুপুরে আত্মঘাতীর চেষ্টা করেন ওই গৃহবধূ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে(Bakura Medical College Hospital)। কিন্তু মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঐ গৃহবধূকে।

Advertisement

স্থানীয় বাসিন্দা অপর্ণা বাউরি দাবি করেন,"গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে।বিল্লি,সুকুমার,বদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা এই অবৈধ কাজের সাথে যুক্ত। সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিল আমাদের নিয়ে রিঙ্কু লোকসভা নির্বাচনের আগে। নির্বাচনে জিতে যেতেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছে। রিঙ্কুর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে রিঙ্কুকে ওদের সাথে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায় আজ এইভাবে আত্মঘাতীর চেষ্টা করে। মৃত্যুর মুখে আজ রিঙ্কু। দ্রুত ওদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।

যদিও দুর্গাপুরের ২৩নং ওয়ার্ডের বিদায়ী পুরপিতা দেবব্রত সাঁই বলেন,"একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম। দুই পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে। আমি উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেননি। তারপর এতকিছু হয়েছে এই জানলাম। পুলিশ কড়া ব্যাবস্থা নেবে।
যদিও এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি।

Advertisement
Tags :
Advertisement