OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কলকাতার ২০০ স্কুলে বিস্ফোরণ ঘটানোর হুমকি জঙ্গিদের ,সতর্ক গোয়েন্দারা

06:36 PM Apr 08, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি : কোন স্কুলে বাংলায় চিঠি লিখছেন লস্করি তইবার জঙ্গিরা। আবার মধ্যরাতে ই-মেল পাঠাচ্ছে । রবিবার মধ্যরাতে কলকাতা শহরের ২০০ টি স্কুলে ই-মেল(E -Mail) আইডি তে মেল আসে। তাতে বলা হয় টাইমার সেট করে দেওয়া হয়েছে প্রতিটি স্কুলের ক্লাস রুমগুলিতে বা স্কুল প্রাঙ্গণে। স্কুলের ছাত্ররা যখন আসবে এবং প্রার্থনার জন্য এক জায়গায় জড়ো হবে কিংবা টিফিন টাইমে খেলাধুলা করবে সেই সময় বিস্ফোরণ ঘটবে। ই- মেলে আরো জানানো হয়, উদ্দেশ্য হল যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্ত স্নান করানো যায়। ওই বার্তায় জঙ্গি দই চিং ও ডলের নাম উল্লেখ করা হয়েছে।

এই মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চারদিকে। অপরদিকে বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও জঙ্গিরা বাংলায় লেখা টাইপ করার চিঠি দিয়ে এনআরসি(NRC) হলে ঠাকুরনগর মন্দিরে এবং তার পরিবারের উপর হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এদিকে অভিজ্ঞ গোয়েন্দারা মনে করছেন কে বা কারা নির্বাচনের সময় চারদিকে ভয়-ভীতি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে পুলিশের তরফে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে এই ই- মেলগুলি ভুয়ো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কলকাতা পুলিশের আধিকারিকরা। এর আগে জানুয়ারি মাসে গোটা কলকাতার জাদুঘরটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি জঙ্গি(Terrorist) সংগঠন।

'টেরোরাইজার ১১১' নামের একটি জঙ্গি সংগঠন তারা ইমেইল পাঠিয়ে এই হুমকি দিয়েছিল। মিউজিয়াম কর্তৃপক্ষ ওই ইমেইল পাওয়ার পর কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর কলকাতা পুলিশ মিউজিয়ামে গিয়ে বম্ব স্কোয়ার্ডকে(Bomb Squard) সঙ্গে নিয়ে চারদিকে তল্লাশি চালায়। কিন্তু তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। এবার কলকাতা মিউজিয়াম(Kolkata Museaum) তথা কলকাতা জাদু ঘরের পর প্রায় ২০০টি স্কুলে জঙ্গিদের পাঠানো এই হুমকি ইমেইল ও চিঠিকে ঘিরে তাই ফের তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বম্ব স্কোয়াডের অফিসাররা। যে যে স্কুলগুলিতে এই ধরনের হুমকি বার্তা এসেছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে কলকাতার পুলিশের পক্ষ থেকে।

Tags :
E- Mail Threat At 200 School On Kolkata CityTerrorist Threat E -mail At School
Next Article