OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তেলঙ্গানার ডিজিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

06:07 PM Dec 03, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে জয়ের জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়লেন তেলঙ্গানা পুলিশের ডিজি অঞ্জনি কুমার। রবিবার বিকেলে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অপরাধে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার তেলঙ্গানা বিধানসভার ভোট গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় রাজ্য ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। ১১৯টি আসনের মধ্যে ৬৫টি আসনে এগিয়ে যায় কংগ্রেস। অর্তা‍ৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে হাত শিবির। পালাবদলের গন্ধ পেয়েই দুপুরে পুস্পস্তবক হাতে অভিনন্দন জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্থ রেড্ডির বাড়িতে ছুটে যান রাজ্য পুলিশের ডিজি অঞ্জনি কুমার। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি সঞ্জয় জৈন এবং নির্বাচনী ব্যয় সংক্রান্ত নোডাল অফিসার মহেশ ভাগবত। প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকও করেন তাঁরা।

সংবাদমাধ্যমে ওই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক। তেলঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেন। ওই রিপোর্ট পৌঁছনোর পরেই রাজ্যের মুখ্যসচিবকে অবিলম্বে ডিজি-সহ তিন জনকেই সাসপেন্ড করার নির্দেশ দেন কমিশনের শীর্ষ কর্তারা। যদিও কমিশনের নির্দেশকে পাত্তাই দিতে চাননি তেলঙ্গানার ডিজি।

অন্যদিকে, সন্ধে ছয়টা পর্যন্ত তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনের মধ্যে ৬৬টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ৪২টিতে। ভারত রাষ্ট্র সমিতি পেয়েছে ১৮টি আসন। বিজেপি ৪ ও এআইএমআইএম ২টি আসনে জিতেছে। বাকি ৫৩ টি আসনে ভোটগণনা চলছে। ওই ৫৩টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ২৩টি আসনে। বিজেপি ৪টি, বিআরএস ২১টি, সিপিআই একটি ও মিম চারটি আসনে এগিয়ে রয়েছে।  

Tags :
Assembly Poll In TelanganaElection Commission.suspension of Telangana DGP
Next Article