OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মধ্যরাতে গ্রেফতার শঙ্কর আঢ্য, নেপথ্যে বালুর চিঠি

ED আধিকারিকেরা জানিয়েছেন সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে।
09:30 AM Jan 06, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ১৮ ঘন্টার ম্যারাথন জেরা শেষে শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে গ্রেফতার(Arrest) হয়েছেন উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ পুরসভার(Bongna Municipality) প্রাক্তন চেয়ারম্যান(Former Chairman) ও বনগাঁর প্রাক্তন বিধায়ক(Former MLA) শঙ্কর আঢ্য(Shankar Adhya)। রেশন বন্টন দুর্নীতির মামলায়(Ration Distribution Scam) ED’র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালুর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন শঙ্কর। গ্রেফতারির কারণ হিসাবে তুলে ধরা হয়েছে শঙ্করের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ সাড়ে ৮ লক্ষ টাকা এবং বালুর লেখা একটি চিঠি। শুক্রবার সাত সকালেই শঙ্করের বাড়ি এবং তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয় ED। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। দুই জায়গাতেই একযোগে চলে তল্লাশি। শুক্র সন্ধ্যাতেই শঙ্করের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় নগদ টাকা। তারপর মধ্যরাতে গ্রেফতার করা হয় শঙ্করকে।

ED আধিকারিকেরা জানিয়েছেন সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার সল্টলেকের CGO Complex-e চলে আসেন ED’র আধিকারিকেরা। এদিন অর্থাৎ শনিবার তাঁকে আদালতে তুলছে ED। সেখানেই শঙ্করকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার মধ্যরাতে বনগাঁর শিমুলতলা এলাকায় শঙ্করের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বেড়িয়ে আসার মুহুর্তে বেশ অস্বস্তিকর পরিবেশের মুখে পড়তে হয় ED আধিকারিকদের।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে থাকা সত্ত্বেও সেখানে বিক্ষোভ শুরু করে শঙ্করবাবুর অনুগামীরা। বাধা দেওয়া হয় ED আধিকারিকদেরও। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের সামনের সারিতেই ছিলেন মহিলারা। একসময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ED আধিকারিকদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। কাচের বোতলও ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিতে বেধড়ক লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর কোনওমতে শঙ্করকে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশে রওনা দেয় ED। রাত পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী।  

এত কিছুর পরে শঙ্কর জানিয়েছেন, ‘আমি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করব।’ ED’র দাবি, নথিপত্র ঘেঁটে লেনদেন সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা সন্দেহজনক। অন্য দিকে, শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য তাঁর স্বামীর গ্রেফতারি প্রসঙ্গে জানিয়েছেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে তল্লাশি চলছে। ব্যবসার কাগজপত্রই দেখেছেন ওঁরা সারা দিন ধরে। আমরা সবরকম সহযোগিতা করেছি। হঠাৎ রাত ১২টা নাগাদ এক অফিসার এলেন। একটা কাগজ দেখিয়ে বললেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি এটা। তার ভিত্তিতেই ওকে গ্রেফতার করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হল ওকে। জ্যোতিপ্রিয় মল্লিক দলের জেলা সভাপতি ছিলেন। সেই সূত্রে তিনিও আসতেন। আমরাও যেতাম। তার জন্য গ্রেফতার করতে হবে!’

Tags :
ArrestBongna MunicipalityEDFormer ChairmanFormer MLAJyotipriya Mallik.Ration Distribution ScamShankar Adhya
Next Article