For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ED হানা

মন্ত্রী চন্দ্রনাথ রীতিমত অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসাবেই চিহ্নিত। এদিন তাঁর বাড়িতেই ED হানা দিয়েছে।  যদিও হানাদারির কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
09:46 AM Mar 22, 2024 IST | Koushik Dey Sarkar
বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ed হানা
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন অর্থাৎ শুক্রবার সকালে বাংলার ক্ষমতাসীন রাজ্য সরকারের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার(Chandranath Sinha) বাড়িতে হানা দিল ED। এদিন সাত সকালে বীরভূম(Birbhum) জেলার বোলপুর(Bolpur) শহরে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপর হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। উল্লেখ্য, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রীতিমত অনুব্রত মন্ডলের(Anubrata Mondol) ঘনিষ্ঠ হিসাবেই চিহ্নিত। এদিন কেন তাঁর বাড়িতে ED হানা দিয়েছে তা নিয়ে অবশ্য সরকারি ভাবে কোনও তথ্য সামনে আসেনি।   

Advertisement

রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতর এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িত। বীরভূম জেলার দলের আদি নেতাদের অন্যতম তিনি। একই সঙ্গে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ২০১১ সাল থেকে তিনি টানা ৩ বার বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন। আর আগেও তিনি মন্ত্রী হয়েছিলেন, এখনও মন্ত্রী রয়েছেন। অনুব্রত মন্ডলের জেল যাত্রা চন্দ্রনাথের রাজনৈতিক কেরিয়ারে কোনও আঁচ ফেলতে পারেনি। এমনকি কয়লা পাচার ও গরু পাচার মামলায় অনুব্রতের নাম জড়ালেও চন্দ্রনাথের নাম সেভাবে কোথাও উঠে আসেনি। তাঁর সম্পর্কে সেভাবে কেউ কোনও অভিযোগও করেনি। অথচ তাঁর বাড়িতেই এদিন হানা দিয়েছে ED। এদিন বোলপুর শহরের নীচুপট্টি এলাকায় ৩টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী এনে সেই বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। তবে জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথবাবু। তিনি রয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। বোলপুরের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

চন্দ্রনাথের বাড়িতে এদিন হানাদারির কারণ হিসাবে ২টি তথ্য উঠে আসছে। এক, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। এবং দুই, বোলপুর শহরে তৃণমূলের কার্যালয়ে অনুব্রত মন্ডল যে কালি পুজো করতেন সেই কালি মায়ের গয়নার সন্ধান করছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের ধারনা সেই গয়না রয়েছে মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে তাঁর হেফাজতে। তবে লোকসভা ভোটের মুখে এই কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর তল্লাশি আদতে কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি করেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। উল্লেখ্য, এর আগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসুর বাড়িতেও ED হানা দিয়েছিল। কিন্তু সেভাবে কোনও লাভ হয়নি তাঁদের। খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। দেখার বিষয় চন্দ্রনাথের ক্ষেত্রে কী হয়।

Advertisement
Tags :
Advertisement