OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নারী দিবসে অভিনব উদ্যোগ, ৩০০-র বেশি স্কুল পড়ুয়ার বিনামূল্যে হিমোগ্লোবিন টেস্ট

প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করা যায় তারই পথপ্রদর্শক এই আধুনিক ডিভাইস।বর্তমানে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সমাজের বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এটি পরবর্তীকালে মহামারীর রূপ নিতে পারে।
07:23 PM Mar 07, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধিঃ সমাজে নারীর অবদান প্রচুর।পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গড়ার এবং তাকে লালন করার কাজ অভিনব দক্ষতায় করেন নারীরা।আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই কথাই মনে করিয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে বিশ্বের অন্যতম মেডটেক সংস্থা ইজিআরএক্স। দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০-রও বেশি ছাত্রীর হিমোগ্লোবিন পরীক্ষা করেছে ইজিআরএক্স।তাদের ব্যতিক্রমী হিমোগ্লোবিন স্ক্রিনিং ডিভাইস ইজিচেকের সাহায্যে রক্ত ছাড়াই এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করা যায় তারই পথপ্রদর্শক এই আধুনিক ডিভাইস।বর্তমানে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সমাজের বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এটি পরবর্তীকালে মহামারীর রূপ নিতে পারে।

সাধারণত অ্যানিমিয়ার পরীক্ষা করানোর চল নেই বললেই চলে।ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সমীক্ষা অনুযায়ী, মহিলাদের মধ্যেই এই রোগ বেশি হয়ে থাকে। তাই আজ আন্তর্জাতিক নারী দিবসে পরবর্তী প্রজন্মকে সুস্থ জীবনের দিকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ইজিআরএক্স। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট নারীরা।এদিন অতিথির স্থান অলংকৃত করেছেন খ্যাতনামা লেখিকা দেবারতি মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী দোলন মুখোপাধ্যায়,বেঙ্গল চেম্বার অফ কমার্সের আইটি অন্ত্রপ্রনর অ্যান্ড ইকমার্স কমিটির একজিকিউটিভ ডিরেক্টর অনিতা আঢ্য,দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দ্রাণী ভদ্র। ইজিআরএক্সের তরফে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেছেন সংস্থার কোফাউন্ডার এবং সিওও চৈতালি রায়।অ্যানিমিয়া পরীক্ষণের পাশাপাশি এই অনুষ্ঠানে দু'টি অভিনব আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিলো।বিশিষ্ট অতিথিরা সেই আলোচনাচক্রে তাঁদের মতামত রেখেছেন।

এছাড়াও ইজিআরএক্স তাঁদের দু'টি প্রোডাক্টের প্রোটোটাইপ উন্মোচন করেছে এই অনুষ্ঠানে। এই দু'টি ডিভাইস ইজিডিটেক্ট রেঞ্জের আওতাভুক্ত।এর মধ্যে একটির নাম ওভা৫,যেটি মহিলাদের ফার্টিলিটি পরীক্ষা করার কাজে ব্যবহৃত হবে।আরও একটি প্রোডাক্ট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করবে।স্ট্রিপের আকারের এই দুটি ডিভাইস মূলত মুত্র দিয়ে পরীক্ষা করা যাবে।থাইরয়েড পরীক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসটি রক্তের সাহায্যেও ব্যবহার করা যাবে। পরবর্তী প্রজন্মকে সুস্থ সকাল দেখানোর জন্য আজ মহিলাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে বৈকি।আজ বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা করিয়ে আমরা সমাজকে বোঝাতে চাইছি,আগামী দিনে নির্ঝঞ্জাট কায়দায় স্বাস্থ্যের খেয়াল রাখা সম্ভব।ইজিআরএক্স আপনাকে সুস্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টাই করে চলেছে। আন্তর্জাতিক নারী দিবসে ইজিআরএক্সের সঙ্গে যে নারীরা যুক্ত আছেন,তাঁদেরও কুর্নিশ জানিয়েছে এই সংস্থা।পাশাপাশি, #Estartswithher শীর্ষক ক্যাম্পেইনও লঞ্চ করা হয়েছে নারীদের সেলাম জানিয়ে।

Tags :
EGRX
Next Article