For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

৫ রাজ্যের ৮ জেলাশাসক ও ১২ পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

06:13 PM Apr 02, 2024 IST | Sundeep
৫ রাজ্যের ৮ জেলাশাসক ও ১২ পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। মঙ্গলবার এক সঙ্গে পাঁচ রাজ্যের ৮ জেলাশাসক ও ১২ পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছেন নির্বাচন সদনের কর্তারা। ওই পাঁচ রাজ্য হলো-অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও অসম। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট করতেই পাঁচ রাজ্যের জেলা প্রশাসন ও জেলা পুলিশের মাথায় থাকা আধিকারিকদের বদলি করা হয়েছে।

Advertisement

সবচেয়ে বেশি জেলাশাসক ও পুলিশ সুপার বদলি করা হয়েছে জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশে। দক্ষিণি রাজ্যটিতে তিন জেলার জেলাশাসক ও পাঁচ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অন্ধ্রের কৃষ্ণা, অনাথপুরামু ও তিরুপতি জেলার জেলাশাসককে অবিলম্বে সরাতে বলা হয়েছে। পাশাপাশি প্রকাশম, পালনাডু, চিতোর, অনাথপারামু এবং নেল্লোরের পুলিশ সুপারকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুন্টুর জোনের আইজি’কেও সরাতে বলা হয়েছেল।

Advertisement

ওড়িশার কটক, জগ‍ৎসিংহপুরের জেলাশাসকের পাশাপাশি আনগুল, বেরহামপুর, খুরদা ও রাউরকেল্লার পুলিশ সুপারদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের রাঁচি (গ্রামীণ) ও দেওঘরের পুলিশ সুপার এবং পালামু জোনের ডিআইজি ও দুমকা জোনের আইজিকেও অপসারিত করা হয়েছে।

বিজেপি শাসিত অসমের উদলগিরির জেলাশাসক এবং নীতীশ কুমারের রাজ্য বিহারের ভোজপুর ও নওয়াদার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও অবিলম্বে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। অপসারিত আশিকারিকদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও কাজের দায়িত্ব দেওয়া যাবে না বলেও ৫ রাজ্যের শীর্ষ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন সদন।    

Advertisement
Tags :
Advertisement