For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দলছুট দাঁতালের হানায় ঝাড়গ্রামে বৃদ্ধের মৃত্যু

03:36 PM Nov 09, 2023 IST | Ayantika Saha
দলছুট দাঁতালের হানায় ঝাড়গ্রামে বৃদ্ধের মৃত্যু
Custardy: Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: হাতির হানায় জেরবার ঝাড়গ্রামবাসীরা। এক দলছুট হাতির আক্রমণে(Elephant Attack) মৃত্যু ঝাড়গ্রামের(Jhargram) এক বৃদ্ধের এবং গুরুতর জখম তাঁর স্ত্রী। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা খবর পেয়ে তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ শবর। বয়স ৭০ এবং তাঁর স্ত্রীর নাম রেণু শবর। তাঁর বয়স ৬৮ বছর। রাতে জঙ্গলে কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি হন তাঁরা। সেই সময়ই দলছুট দাঁতাল হাতিটি তাঁদের উপর চড়াও হয়। হাতির হানায় জখম হয়েছেন দুজনেই। গ্রামবাসীরা জানিয়েছেন, ঝারগ্রামের কুষকুলিয়া গ্রাম শাল জঙ্গলে ঘেরা। বুধবার দুপুরে গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। বন দফতর তরফে তাদের গ্রামে খবর দেওয়া হয়। সতর্ক করা হয় গ্রামবাসীদের। কাউকে জঙ্গলে ঢুকতে নিষেধ করেন বন দফতরের আধিকারিকেরা। তাঁরাও জঙ্গলের সামনে পৌঁছে হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু কৃষ্ণ এবং রেনু শবর সম্ভবত বন দফতরের সতর্কবার্তা জানতে পারেনি। তাঁরা বিশেষ কাজে জঙ্গলে গিয়েছিলেন। রাতে ফেরার পথে হাতি তাঁদের আক্রমণ করে।

Advertisement

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা জঙ্গলে তাঁদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দু’জনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ওখানে বৃদ্ধকে মৃত(Death)  বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃতের আত্মীয় নির্মল শবর বলেন, ‘‘সারা রাত জঙ্গলের মধ্যেই দু’জন পড়েছিল। সকালে তাদের দেখতে পাওয়া যায়। জঙ্গলে কাজ করতে গিয়েছিল দু’জনেই। হাতির হানায় এক জনের প্রাণ গেল।’’

Advertisement
Tags :
Advertisement