For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Euro 2024: ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

02:24 AM Jun 21, 2024 IST | Sundeep
euro 2024  ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা ছিল ইতালির রক্ষণের সঙ্গে স্পেনের আক্রমণভাগের। শেষ পর্যন্ত শেষ হাসি হাসল স্প্যানিশরা। বৃহস্পতিবার রাতে ইউরোর বড় ম্যাচে আজুরিকে ১-০ গোলে হারিয়ে টানা দুই ম্যাচের জয়ের সুবাদে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মোরাতা-ইয়ামালরা। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় স্পেনের আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ইতালির রিকার্ডো কালাফিওরি। তবে স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই গোটা ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে তিন বারের ইউরো চ্যাম্পিয়নরা। ইতালির গোলরক্ষক দোনারুম্মা পরিত্রাতা হয়ে আবির্ভূত না হলে চরম লজ্জায় পড়তে হতো আজুরিদের।

Advertisement

গ্লেসেনকিরসেনের ভেলটিনস অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন লামিন ইয়ামাল-রদ্রি-নিকো উইলিয়ামসরা। আক্রমণের ঝড় তোলেন। সেই ঝড় সামলাতে হিমশিম খান ইতালির রক্ষণ ভাগের খেলোয়াড়রা। তিন কাঠির নিচে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ান দোনারুম্মা। ইয়ামাল-পেদ্রি-নিকোলাস উইলিয়ামসের একর পর এক শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে দিয়ে দলের নিশ্চিত পতন রুখে দেন। মূলত প্রথমার্ধে আজুরিদের নিযে ছেলেখেলা করেন স্পেনের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। যদিও কাঙ্খিত গোলের দেখা পাননি। প্রথমার্ধেই ইতালির গোল লক্ষ্য করে নয়টি শট নিয়েছিলেন ইয়ামালরা। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। প্রথমার্ধের শেষ লগ্নে ৪৫ মিনিটে স্পেনের গোল লক্ষ্য করে প্রথম শট নেন ইতালির কিয়েসা। যদিও কোনও বিপদ ঘটেনি। গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান স্পেনের খেলোয়াড়রা। মূলত বাম প্রান্ত থেকেই কুকুরেল্লা ও নিকোলাস উইলিয়ামস আক্রমণ শানাতে থাকেন। আর সেই আক্রমণ সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে যান ইতালির রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৫৪ মিনিটে স্পেনের এক আক্রমণ প্রতিহত করতে ভুল করে ফেলেন ইতালির এক ডিফেন্ডার। ওই বল ধরে নিকোলাস উইলিয়ামসকে পাস বাড়ান কুকুরেল্লা। উইলিয়ামস বাঁ প্রান্তের কর্নার পয়েন্ট থেকে ডি বক্সের ভিতরে ইয়ামালকে লক্ষ্য করে ক্রস বাড়ান। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান ইতালির রিকার্ডো কালাফিওরি। ১-০ গোলে এগোনোর পরে আরও আগ্রাসী হয়ে ঝাঁপান কুকুরেল্লা-পেদ্রি’রা। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে নিকোলাসের কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে।  গোলের একাধিক সুযোগ মিস করেন পেদ্রি-আয়োজরা। শেষের দিকে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল আজুরিরা। কিন্তু স্পেনের দুর্গের পতন ঘটাতে পারেনি। এদিন হেরে শেষ ষোলোয় যাওয়ার ক্ষেত্রে চাপে পড়ে গেলেন দোনারুম্মারা। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে কোনও ভাবেই হারা চলবে না।

Advertisement
Tags :
Advertisement