OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জঘন্য রেফারিংয়ের দায়ে বরখাস্ত চার স্প্যানিশ রেফারি

10:14 AM Jun 28, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: চলতি ইউরো কাপে রেফারিং নিয়ে অভিযোগের অন্ত নেই। বেশ কয়েকটি ম্যাচে জঘন্য রেফারিংয়ের সাক্ষী থেকেছেন ফুটবল প্রেমীরা। রেফারিং নিয়ে অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসল উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটি। জঘন্য রেফারিংয়ের দায়ে স্পেনের চার রেফারিকে সরিয়ে দিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া নকআউট রাউন্ডে ওই চার রেফারিকে বাঁশিমুখে কিংবা পতাকা হাতে দেখা যাবে না।

যে চার রেফারিকে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন জেসাস গিল মানজানো, ডিয়েগো বারবেরো সেভিয়া, অ্যাঞ্জেল নেভাদো রদ্রিগেজ এবং আলেহান্দ্রো হার্নান্দেজ। এই চার জন ফ্রান্স-অস্ট্রিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তার মধ্যে মানজানো ওই ম্যাচে রেফারি, ডিয়েগো বারবেরো সেভিয়া ও অ্যাঞ্জেল নেভাদো রদ্রিগেজ সহকারী রেফারি বা লাইন্সম্যান এবং আলেহান্দ্রো হার্নান্দেজ ভিআরএ রেফারি হিসাবে দায়িত্ব সামলেছিলেন। ম্যাচটিতে আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেরে যায় অস্ট্রিয়া।

ম্যাচের পরেই রেফারি মানজানোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অস্ট্রিয়া শিবির। দলের তরফে অভিযোগ করা হয়েছে, ম্যাচের ৩৫ মিনিটে গোল কিক না দিয়ে ফ্রান্সের অনুকুলে কর্নার দিয়েছেন মানজানো। আর ওই কর্নার থেকেই জয় পেয়েছিল ফ্রান্স। কর্নার না হলে গোলও হতো না এবং ফ্রান্স জয়ও পেত না। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। তাঁর অভিযোগ, গা-জোয়ারি ফুটবল খেলেছে অস্ট্রিয়া আর চোখ বুজে থেকেছেন রেফারি। উল্লেখ্য, ওই ম্যাচেই অস্ট্রিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙেছিল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের। যে চার রেফারিকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে মানজানো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।  

Tags :
Euro 2024France Vs AustriaSpanish referee Jesús Gil Manzano
Next Article