OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘এ সব করেও বাংলায় পায়ের তলায় মাটি পাবে না বিজেপি’, CBI হানাদারি প্রসঙ্গে ফিরহাদ

শাহি সভার পরের দিনই শাসক নেতাদের বাড়িতে সিবিআই হানাদারি নিয়ে মুখ খুলে বিজেপিকে আক্রমণ শানলেন ফিরহাদ হাকিম।
03:05 PM Nov 30, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শাহি সভার পরে পরেই বৃহস্পতিবার সকাল থেকেই CBI হানাদারি চলছে একাধিক শাসক নেতার বাড়িতে। এদের কেউ বিধায়ক, কেউ কাউন্সিলর, কেউ বা ব্যবসায়ী। প্রতিটি ক্ষেত্রেই নিয়োগ দুর্নীতির(School Teachers Recruitment Scam) তদন্তের অঙ্গ হিসাবে এই হানাদারি চলছে। প্রতিটি ক্ষেত্রেই তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্টও(Search Warrant) ব্যবহার হচ্ছে। সেই হানাদারি নিয়ে এদিন মুখ খুলেছেন কলকাতা পুরনিগমের মেয়র(KMC Mayor) তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এদিন নারদ মামলায় আদালতে হাজিরা দিতে ব্যাঙ্কশাল কোর্টে এসেছিলেন ফিরহাদ। সেখানেই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এদিনের CBI হানাদারি প্রসঙ্গে মুখ খোলেন। তাতেই তিনি নিশানা বানিয়েছেন বিজেপিকে।

কী জানিয়েছেন ফিরহাদ? বলেছেন, ‘বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সঙ্গে যোগাযোগ দিয়ে। ওদের শুধু মেরে দেব, ভেঙে দেব, জেলে ঢুকিয়ে দেব। এসব দিয়ে সংগঠন হয় না। পায়ের নীচে মাটি পাওয়া যায় না। আমরা যত আক্রান্ত হব, ততই মানুষের হৃদয়ে জায়গা পাব। অমিত শাহ শহরে এসেছিলেন। তিনিই কোনও নির্দেশ দিয়ে গিয়েছেন হয়তো। কিন্তু এ সব করেও বাংলায় পায়ের তলায় মাটি পাবে না বিজেপি। ওদের সংগঠন নেই। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে টাইট করা যাবে না।’

CBI হানাদারি ছাড়াও এদিন ফিরহাদ রাজ্য বিধানসভা চত্বরে গতকালের বিজেপি বিধায়কদের আচরণ ঘিরেও সরব হয়েছেন সংবাদমাধ্যমের সামনে। জানিয়েছেন, ‘জাতীয় সঙ্গীতের অবমাননা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আশা করব, এ ব্যাপারে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে। ছোটবেলা থেকেই আমরা স্কুলে শিখি জাতীয় সঙ্গীতকে কীভাবে শ্রদ্ধা জানাতে হয়। একটা বাচ্চা ছেলেও এটা জানে। যারা কথায় কথায় জাতীয়তবাদের ঢেউ তোলে তাঁরাই আজ জাতীয় সঙ্গীতকে অপমান করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি শুনেছি ১২জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আশা করব আইন আইনের পথেই চলবে ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করবে।’

Tags :
CBIFirhad HakimKMC MayorSchool Teachers Recruitment ScamSearch Warrant
Next Article