OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গ্রেফতার মেলবোর্নের Spiderman, তাক লাগিয়েছেন ৫৫ তলায় চড়ে

দুঃখ একটাই ওই ফরাসী যুবকের আর মেলবোর্নের Spiderman হওয়া গেল না। কেননা Spiderman তো কোনওদিন গ্রেফতার হয়নি। সে তো হিরো।
05:57 PM Feb 06, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পিটার পার্কার(Peter Parker) কী তার শহর ছেড়ে চলে এসেছে? মানে নিউইয়র্ক(New York) ছেড়ে কী চলে এসেছে মেলবোর্নে(Melbourne)? নাহলে তরতর করে ছেলেটা উঠে যাচ্ছে কী করে ৫৫ তলার বিল্ডিংয়ের গা বেয়ে! কোনও সিনেমার শুটিং হচ্ছে না তো? যদি পড়ে যায় কী হবে? এত শত প্রশ্ন তখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের 60 A’Beckett Street’র ৫৫ তলা বাড়ির সামনে জড়ো হওয়া ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সময়টা আর তখন কতই বা হবে সকাল সাড়ে ৬টার আশেপাশে। সবাই দেখছে, একটা ছেলে কোনও কিছুর সাহায্য ছাড়াই পিটার পার্কার বা Spiderman’র মতো তরতর করে ৫৫ তলা বাড়ির কাঁচের দেওয়াল বেয়ে উঠে চলেছে। একসময় সে পৌঁছেও গেল সেই বাড়িটার ছাদে। কিন্তু ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে পুলিশও। আর ছাদে ওঠা মাত্রই গ্রেফতার(Arrested) মেলবোর্নের Spiderman। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে তার এক সঙ্গীও যে কিনা পুরো ঘটনাটা ড্রোনের মাধ্যমে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে লাইভ দেখিয়েছে।

জানা গিয়েছে, বছর ৩০’র ওই যুবক আদতে ফরাসী। থাকে আয়ারল্যান্ডে। সেখানে বসেই সে পরিকল্পনা করে পিটার পার্কারের মতো Spiderman হয়ে উঠতে। কিন্তু তার জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাইলেও যেতে পারেনি। আসলে খরচ জোগাড় করে উঠতে পারেনি। কিন্তু এক আত্মীয় থাকার সূত্রে সে ব্রিটেন থেকে সিডনি যাওয়ার বিমানে কম দামের টিকিট পেয়ে যায়। তারপর সিডনি থেকে মেলবোর্ন। বেছে নেয় সেই ১৬৩ মিটার উঁচু ভবনটি। সেই সঙ্গে জোগাড় করেও নেয় এক যুবককে যেকিনা ড্রোন চালাতে পারে। তারপরেই এদিনের সকালের কাণ্ড। সব থেকে বড় কথা ১৬৩ মিটার উঁচু ৫৫ তলার ওই বাড়িটার ছাদে উঠতে ওই যুবক কোনও ধরনের নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করেনি। পুলিশ তাকে নিরাপদে নামিয়ে আনলেও আদালতের কাঠগড়ায় তুলতেও ছাড়েনি। আপাতত দুইজনের বেশ কয়েক মাসের হাজতবাস। দুঃখ একটাই ওই ফরাসী যুবকের আর মেলবোর্নের Spiderman হওয়া গেল না। কেননা Spiderman তো কোনওদিন গ্রেফতার হয়নি। সে তো হিরো।

Tags :
arrestedMelbourneNew YorkPeter ParkerSpiderman
Next Article