OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা

09:11 PM Mar 05, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: ফের একবার অচল হয়ে পড়ল মেটার মালিকানাধীন ফেসবুক-ইনস্টাগ্রাম, থ্রেডস-সহ একাধিক সমাজমাধ্যমের পরিষেবা। আর আচমকাই ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে কোটি কোটি ব্যবহারকারীকে। কী কারণে আচমকাই পরিষেবা স্তব্ধ হয়ে পড়ল তা নিয়ে মেটার পক্ষ থেকে কোনও বক্তব্য জানানো হয়নি।

‘দ্য ভার্জ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই স্তব্ধ হয়ে পড়ে মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, মাসেঞ্জারের পরিষেবা। যারা ওই সময়ে সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন তারা দেখতে পান, আচমকাই লগ আউট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। টুইটার-সহ অন্যান্য সমাজমাধ্যমে এ নিয়ে ক্ষোভও উগরে দেন ব্যবহারকারীরা। বেশ কয়েকজন নেটা নাগরিক নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রাম লগ আউট হওয়ার স্ক্রিন শটও আপলোড করেন। কী কারণে এমনটা হল, সেই সম্পর্কে কোনও তথ্য অবশ্য সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

ভারতেও রাত ৯টা নাগাদ স্তব্ধ হয়ে পড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম। ফেসবুকে লগ ইন করতে গিয়ে হিমশিম খান ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামেও নতুন কোনও ফিড পাওয়া যাচ্ছে না। সাইবার বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিশ্বজুড়ে এক সঙ্গে বহু ব্যবহারকারী লগ ইন করার ফলে সার্ভার বসে গিয়ে থাকতে পারে। তবে আর এক শ্রেণি বিশেষজ্ঞদের বক্তব্য, কোনও হ্যাকার গোষ্ঠী হামলা চালাতে পারে। যার ফলে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল সার্ভার বন্ধ রাখতে পারেন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে মেটার তরফে স্পষ্ট করে কিছু না জানানো হওয়ায় নানা রকম চর্চা চলছে।  

Tags :
Facebook DownInstagram down
Next Article