OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সিআইডি তদন্তে অনাস্থা, রায় পুনর্বিবেচনার আর্জি আনিসের পরিবারের

03:37 PM Nov 23, 2023 IST | Ayantika Saha
Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার ছাত্র নেতা আনিসের মৃত্যুর পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও মেলেনি কোনও সুবিচার। মৃতের পরিবার আর ভরসা করতে পারছে না সিআইডি তদন্তের উপর। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এদিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন মৃত আনিসের পরিবারের সদস্যরা। আগামী ১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আনিস খানের পরিবার প্রথম থেকেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপর নানা হাত ঘুরে এই মামলায় চার্জশিট ফাইল তৈরী করেছিল সিআইডি। কিন্তু তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে। তাই তারা সিআইডির উপর ভরসা হারিয়ে আবার আদালতের দ্বারস্থ হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশি অভিযানের মধ্যেই বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ছাত্রনেতা আনিস খানের। আনিসের মৃত্যু স্বাভাবিক না তাঁকে খুন করা হয়েছিল সেই নিয়ে ওঠে প্রশ্ন। আঙুল ওঠে পুলিশের দিকেও। তাঁর পরিবারের দাবি, ছাদ থেকে পুলিশের লোকেরাই আনিসকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এরপর আনিসের মৃত্যুকে কেন্দ্র করে দিকে দিকে শুরু হয় সরকার ও পুলিশের বিরুদ্ধে আন্দোলন। ন্যায় বিচার পাওয়ার আন্দোলন। পরিবার বারবার দ্বারস্থ হয়েছিল আদালতের। সেই তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। লাভ হয়নি তাতে। তাই আবার আদালতের দ্বারস্থ হয়েছে আনিশের পরিবার পুনর্বিবেচনার জন্য।

এখন এটাই দেখার, আগামী দিনে আনিস মৃত্যু মামলা নতুন কোনও দিকে মোড় নেয়। পরিবারের আর্জি শোনার পর কলকাতা হাইকোর্টের রায় কী হয়, সেদিকেও নজর থাকবে।

Tags :
Anish khanCalcutta High CourtCid
Next Article