OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কৃষক আন্দোলনের জের, দিল্লির একাধিক মেট্রো স্টেশনের গেট বন্ধ

03:29 PM Feb 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষক আন্দোলনের আঁচ এসে পড়ল রাজধানী দিল্লির জনজীবনে। ইতিমধ্যেই আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে হরিয়ানা পুলিশ। ওই কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন বহু কৃষক। যদিও আন্দোলনকারী কৃষকরা দিল্লিতে ঢোকার বিষয়ে অনড়। কৃষক আন্দোলনের ফলে যাতে রাজধানীর মেট্রো পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য একাধিক মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। আর আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

দিল্লি মেট্রো সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারী কৃষকরা যাতে মেট্রো পরিষেবা বিঘ্নিত করতে না পারে তার জন্য ৯টি মেট্রো স্টেশনের একাধিক গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ পাওয়ার পরেই সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, উদ্যোগ ভবন, পটেল চক, মান্ডি হাউস, বরাখাম্বা রোড, জনপথ, খান মার্কেট এবং লোককল্যাণ মার্গের একাধিক প্রবেশ এবং বহির্গমন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর একাধিক গেট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

অন্যদিকে হরিয়ানা সীমান্ত পেরিয়ে যাতে আন্দোলনকারী কৃষকরা রাজধানীতে ঢুকতে না পারে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে বহুস্তরীয় ব্যারিকেড গড়ে তুলেছে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। আন্দোলনকারী একজন কৃষকও যাতে রাজধানীতে ঢুকতে না পারে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রয়োজন হলে গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Tags :
Delhi Metro ServiceDelhi PoliceFarmers Protest
Next Article