OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

টাকা বিলির অভিযোগে ছত্তিশগড়ের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে FIR

06:39 PM Mar 26, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: আসন্ন লোকসভা ভোটে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করলে রেয়াত করা হবে না বলে হুমকি দিয়েল নির্বাচন কমিশন। সেই হুমকি যে লোক দেখানো নয়, তার প্রমাণ মিলল। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে টাকা বিলি করায় ছত্তিশগড়ের কোন্তার কংগ্রেস প্রার্থী কাওয়াসি লাখমার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। গতকাল সোমবার জগদলপুরের কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জেলা নির্বাচনী আধিকারিক। লাখমার পাশাপাশি বস্তার জেলা কংগ্রেসের সভাপতি সুশীল কুমার মৌর্যের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।

গত ২৩ মার্চ প্রার্থী তালিকা প্রকাশের পরের দিন জগদলপুরের বিখ্যাত মা দান্তেশ্বরীর মন্দিরে পুজো দিতে যান কোন্তার কংগ্রেস প্রার্থী কাওয়াসি লাখমা। গত বছরের নভেম্বরে রাজ্যের বিধানসভা ভোটে কোন্তা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। দান্তেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরেই স্থানীয়দের মধ্যে টাকা বিলি করেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক। ওই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়ে।

লাখমার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে স্থানীয় জেলাশাসককে নির্দেশ দেয় কমিশন। সেই নির্দেশের পরেই কোন্তার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় এফআইআর রুজু করেন জেলা নির্বাচনী আধিকারিক। জগদল থানার এক আধিকারিক জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক কাওয়াসি লাখমার বিরুদ্ধে এফআইআর দায়েরের পরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও টাকা বিলির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লাখমা।

Tags :
FIR against Chhattisgarh Congress candidateKawasi LakhmaLok Sabha ElectionLok Sabha Election 2024:model code violation
Next Article