OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ওখানে যেটা হচ্ছে,সেটা মরণকালে হরিনাম : ফিরহাদ হাকিম

03:03 PM Dec 30, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: আমরা সেবায় বিশ্বাস করি। রামকৃষ্ণের আদর্শ মেনে যত মত তত পথ বিশ্বাস করি। ওখানে যা হচ্ছে সেটা মরণকালে হরিনাম। শনিবার যে অমৃত ভারত ট্রেনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরোও বলেন,আমার এক দাদা কাল বন্দে ভারতে এল। বলল ট্রেন যত স্পিডে চলছে লাইন সেভাবে তৈরি নয়। ট্রেন থর থর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। আগে যাত্রী সুরক্ষায় জোর দিন। সেলফি তোলা ছেড়ে পরিকাঠামো গড়ে তুলুন, মন্তব্য ফিরহাদের। কলকাতা পৌরসভার মেয়র শনিবার ইসলামিয়া হাসপাতালের সুপার স্পেশালিটি সিস্টেমের উদ্বোধন করে বলেন, পশ্চিমবঙ্গে সবাইকে নিয়ে পথ চলা হবে ।ধর্ম জোর করে, ভয় দেখিয়ে, চমকে করানো যায় না। ভালোবাসার মধ্যে কি বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করলে সেটাই বড় ধর্ম, মন্তব্য ফিরহাদের।
মমতা ব্যানার্জির কাজ যাতে দেশের কাছে প্রচার না পায় তাই প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাদ দেওয়া হয়েছে। ওরা ভয় পাচ্ছে। মমতার কাজ প্রচারে এলে মোদীর(Modi) ওপর মানুষ বিশ্বাস হারাবে। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গর ট্যাবলো বাদ যাওয়া প্রসঙ্গে, এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

সব্যসাচী দত্ত নিয়ে তিনি বলেন, এই দলে আদি - নব্য দ্বন্দ্ব নেই। যারাই দল করেন তারা মমতা বন্দোপাধ্যায়কে দেখেই দল করেন। নেত্রী হল সবচেয়ে বড় দিশা।গার্ডেনরিচে(Gardenrich) কত পুকুর আছে? তার সংখ্যা কত আছে? তার ঠিকানা ধরে দিয়ে দেওয়া হচ্ছে। যাতে কোনো রকম জলাশয় বোঝানো না হয়। তার তালিকা প্রকাশ করা হবে। যেসব জায়গা মানুষ সচেতন হচ্ছে না। শুধু প্রেস যাবে তার পরে সেটা নজর আসলে হবে না। যাদের অক্সিজেন চলে যাচ্ছে। যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে । বাচ্চাদের ভবিষ্যত চুরি করে নিচ্ছে। কলকাতা পৌর সংস্থার একা করা সম্ভব হচ্ছে না। ভয় না পেয়ে থানায় অভিযোগ জানান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে জানান। যদি এই ধরেন কিছু বলে স্থানীয় প্রতিনিধি কাছে জানান। থানার ডিউটি আছে তারা কেন অভিযোগ নেবে না। মানুষ কে আরো সচেতন হতে হবে। বামফ্রন্ট সরকারের সময় আমরা খেলা মাঠ নিয়ে লড়েছি । তখন সবাই মিলে প্রতিবাদ করেছি। তাহলে আজকে প্রতিবাদ হবে না কেন ? মানুষকে আরো সচেতন হতে হবে। কয়েকটা বেআইনি বাড়ি নিয়ে অভিযোগ হচ্ছে। আমরা সপ্তাহে ৩০ টি বাড়ি ভাঙ্গার নোটিশ দিচ্ছি। শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

মেয়র বলেন, টালিগঞ্জ(Tollyganj) টিপু সুলতানের পরিবারের অনেক ওয়াকফ সম্পত্তি আছে। সেটা স্থানীয় কিছু মানুষ দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড আমাদের নোটিশ করেছে। যতক্ষণ আমরা অনুমতি দিলে তারপরে তারা অনুমতি দেবে।বিপ্লব যতীন দাসের বাড়ি প্রমোটিংকরার চেষ্টা চলছে। তার উত্তরে তিনি জানান, যদি হেরিটেজ কমিটি অনুমতি না দেয় তবে কেউ ভাঙতে পারবে না ।শনিবার ১৫ নম্বর বোরোতে ৪৩২ টি পুকুর রয়েছে তার তালিকা প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান যে সমস্ত পুকুর কে ঠিকানা দিয়ে দেওয়া হল সেগুলো যাতে বোঝানো না হয় তাতে লক্ষ্য রাখতে হবে।এছাড়াও বামফ্রন্ট আমাকে ৪৫০ টি পুকুর বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। যারা স্থানীয় ভাবে পরীক্ষা করে জানিয়ে ছিল সেই রেকর্ডের অনুযায়ী সেই পরিসংখ্যান আছে। তখন কিছু ছিল না রেকর্ড। এখন আমরা দৌড়ে যাচ্ছি বলে সার্ভে রিপোর্ট তৈরি হয়েছে বলে জানান মেয়র।

টাকি পুরসভাতে cgo থেকে চিঠি নিয়ে তদন্ত চলছে। এই প্রশ্ন উত্তরে তিনি বলেন যে, এই বিষয় নিয়ে তার জানা নেই।বিভাজন করে কোনো দেশ টিকে থাকতে পারে না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেন।অধীর চৌধুরী সমস্যা হচ্ছে যে সিপিএম সঙ্গে মিশে মিশে তিনি সিপিএম হয়ে গেছে। যে পতাকা নিয়ে তিনি কথা বলছেন। সেই পতাকা নিয়ে ৫০ হাজার মানুষ মারা গেছে। তিনি তার সত্য বিক্রি করতে পারেন। আমরা আমাদের সত্য কে বিক্রি করতে পারি না। আপনি বহরমপুরের সমস্ত আসন বিজেপির হাতে তুলে দিয়েছেন। সেখানে বিজেপির আসন পেয়েছে।ইন্ডিয়া জোট নিয়ে মেয়রের মন্তব্য তিনি আশাবাদী। ভারতবর্ষের একমাত্র বিকল্প ইন্ডিয়া জোট। মানুষ চাইলে সব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষের হাত শক্ত করতে।ওইখানে বুলডোজার আছে এখানে গণতন্ত্র আছে। সেখানে মানুষ ভয় পায়। আমরা মানুষের পাশে থাকি। তাই মানুষকে জোর করে উচ্ছেদ আমরা করি না। অযোধ্যা বুলডোজার চলে এখনে বুলডোজার আমরা চালাই না বলে মন্তব্য ফিরহাদ হাকিমের।

Tags :
Firhad Hakim On Amrit Bharat ExpressMayor Firhad Hakim
Next Article