OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কলকাতা পুরনিগমে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ ফিরহাদের

05:35 PM Feb 17, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : শনিবার কলকাতা পুরনিগমে প্রস্তাবিত বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন তিনি। এবারের বাজেটে পানীয় জল পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। এবারে অবশ্য গতবারের তুলনায় কম ঘাটতি ঘাটতি বাজেট পেশ করলেন তিনি।

চলতি অর্থবর্ষের বাজেটে ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা আয় দেখিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে বাজেটে ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। ফলে ঘাটতি হিসাবে ১১২ কোটি টাকা বাজেটে দেখানো হয়েছে। এর আগে ২০২৩-২৪ সালে ঘাটতি ধরা হয়েছিল ১৪৬ কোটি টাকা। গত অর্ধবর্ষে পুর বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। কিন্তু আয় হয়েছিল ৩ হাজার ৮৭১ কোটি ৭৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

পাশাপাশি এবারের বাজেটে চলতি অর্ধবর্ষে গত ২৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা পুরনিগমের সম্পত্তি কর খাতে আয় হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে সম্পত্তি খাতে আয় হয়েছিল এক হাজার ১২০ কোটি টাকা। গত বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার কাছাকাছিও পৌঁছোতে পারেনি কলকাতা কর্পোরেশন। জানা গিয়েছে, লক্ষ্যমাত্রার তুলনায় ৬৫৯ কোটি টাকা কম আদায় করা হয়েছে।

এদিন ঘাটতি বাজেট নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘গত বছরগুলির তুলনায় আয় অনেকটাই বেড়েছে। বিভাগীয় আধিকারিকরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে সম্পত্তি কর আদায় করেছেন, তাতে পুরনিগমের আয় অনেকটাই বেড়েছে। পাশাপাশি বিল্ডিং, লাইসেন্স ও পার্কিং সহ অন্যান্য খাতেও আয় বেড়েছে। সেইসঙ্গে বাজেটে ঘাটতির পরিমাণও গত বাজেটের তুলনায় কমেছে। তবে আমি ম্যাজিক জানি না যে আজ বলব, কাল কমে যাবে।‘

Tags :
Firhad HakimKmcKolkata municipal corporationPolitics.Tmc
Next Article