OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মাছ ধরতে গিয়ে চুরি, ফ্রেজারগঞ্জে বাজেয়াপ্ত একটি মৎস্যজীবী ট্রলার

05:53 PM Nov 24, 2023 IST | Ayantika Saha
Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: মাঝ সমুদ্রে চুরি, তাও আবার মাছ ধরতে গিয়ে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জে একটি মৎস্যজীবী ট্রলার বাজেয়াপ্ত করল ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ থেকে যন্ত্রাংশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জে একটি ট্রলার নিয়ে কিছু মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিল। দিন কয়েক বাদে মাছ নিয়ে গ্রামে ফিরে আসেন তারা। কিন্তু তারপরই আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ওই মৎস্যজীবীদের বাড়িতে হঠাৎ হানা দেয় পুলিশ। তাঁদের থানায় ধরেও নিয়ে যায় পুলিশ। জানা যায়, সমুদ্রে চুরি করেছে ওই মৎস্যজীবীরা। ওই মৎস্যজীবী ট্রলারটিকেও পাকড়াও করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই ট্রলারটি চুরি করেছে। ডুবে যাওয়া জাহাজ থেকে বিভিন্ন যন্ত্রাংশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই মৎস্যজীবীদের বিরুদ্ধে। তাই জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এফবি নাফিসা নামে ওই ট্রলারটি বকখালি থেকে ৭ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে যন্ত্রাংশ চুরি করে নিয়ে আসতো। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ মৌসুনি দ্বীপের কাছে বটতলা নদীতে অভিযান চালিয়ে ওই মৎস্যজীবী ট্রলারকে বাজেয়াপ্ত করে পুলিশ।

যদিও ট্রলারের চালক ও অন্যান্য শ্রমিকরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। কয়েক মাস আগে এই রকমের একটা চক্রকে ধরতে সক্ষম হয়েছিল ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। তবে কে বা কারা এই চক্রের সাথে জড়িত তা এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Tags :
FishermanFisherman TrallerFrezarganjSouth 24 parganasTheft
Next Article