For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম হালদার

01:43 PM Nov 03, 2023 IST | Subrata Roy
প্রয়াত হলেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম হালদার
Advertisement

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।কেরিয়ারের শুরুতে সিনেমা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন গৌতমবাবু। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার(Rakhi Guljar)।উস্তাদ আমজাদ আলি খানের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন গৌতমবাবু।

Advertisement

১৯৯৯ সালে সরোদ শিল্পীকে নিয়ে গৌতম হালদার(Goutam Haldar) তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি। এর পাশাপাশি নাট্যজগতের সঙ্গেও যুক্ত ছিলেন গৌতমবাবু। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা করেন তিনি। এই নাটকে নন্দিনী চরিত্রে অভিনয় করেন চৈতি ঘোষাল।গৌতমের প্রয়াণে টলিপাড়া এবং বাংলার নাট্যজগতে শোকের ছায়া নেমে এসেছে।প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম হালদার। তাঁর শেষকৃত্যতে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় উপস্থিত হলেন বলিউডের তথা ভারতের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।

মূলত পরিচালক গৌতম হালদারের হাত ধরেই 'ভালো থেকো' সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রীর প্রথম সিনেমা জগতে আত্মপ্রকাশ ঘটে। চির ঘুমের দেশে চলে যাওয়া গৌতম হালদারের শেষকৃতে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, কিছুদিন আগে দুর্গাপূজোর সময় যখন কলকাতায় এসেছিলেন তখন তাকে পরবর্তী একটি নতুন সিনেমার কিছুটা স্টোরি শুনিয়েছিলেন গৌতমবাবু। বলেছিলেন বাকি গল্পটা মুম্বাই গিয়ে বলবে। কিন্তু অপূর্ণ থেকে গেল।

Advertisement
Tags :
Advertisement