For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিবাদ, ধর্মঘটে যাওয়ার হুমকি ফুটবলারদের

12:07 PM May 31, 2024 IST | Mainak Das
ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিবাদ  ধর্মঘটে যাওয়ার হুমকি ফুটবলারদের
Advertisement

নিজস্ব প্রতিনিধি : একের পর এক ক্লাব ফুটবলের ম্যাচ। সেইসঙ্গে আগামী মরশুমে ৩২টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে ফিফার ক্লাব বিশ্বকাপ। এতগুলি ম্যাচ পর পর থাকায় দম ফেলার সুযোগ থাকবে না বিভিন্ন ক্লাবে খেলা পেশাদার ফুটবলারদের। কিছুদিন আগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন ফুটবলাররা। এবার ধর্মঘটের হুমকি দিয়েছে তাঁরা।

Advertisement

পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ-এর তরফে মাহেতা মোলাঙ্গো জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপ তাদের ওপর চাপিয়ে দিচ্ছে ফিফা। ফিফার এই ঠাসা কর্মসূচির প্রতিবাদে খেলোয়াড়রা ধর্মঘটে যেতেও প্রস্তুত। ফিফার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পিএফএ, সিরি আ, লা লিগা, প্রিমিয়ার লিগের কর্তারা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ধর্মঘটে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পিএফএ-এর তরফে জানানো হয়েছে, এত বেশি ম্যাচ খেলতে হলে খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে খেলতে হবে। এর ফলে অনেক ক্ষেত্রে খেলার মানও কমে যাবে। যেভাবে ফিফা চাপ সৃষ্টি করছে, তাতে খেলোয়াড়রা সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে।

Advertisement

এর আগে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিএফএ। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্টর্মকে চিঠি দিয়েছে খেলোয়াড়দের এই সংগঠন। চিঠিতে ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, এতদিন ধরে ৭টি দল নিয়ে হত ফিফার ক্লাব বিশ্বকাপ। তবে আগামী মরশুম থেকে ৩২টি দল নিয়ে এই ক্লাব বিশ্বকাপ খেলা হবে। খেলোয়াড়রা যতই প্রতিবাদ জানাক, নিজেদের অবস্থানে অনড় ফিফা। ফিফার জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যাপকভাবে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক সূচি চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখান করছি।

Advertisement
Tags :
Advertisement