For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন মনমোহন সিং

12:54 PM Apr 03, 2024 IST | Srijita Mallick
রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন মনমোহন সিং
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যসভা থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজকের দিনেই সংসদে ৩৩ বছর পূর্ণ হবে মনমোহনের। দীর্ঘ এই সময়কালে তিনি অর্থনীতিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করেছিলেন। একথায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন মনমোহন।

Advertisement

৯১ বছর বয়সী মনমোহন সিং  ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত উচ্চকক্ষ  অর্থাৎ রাজ্যসভার  মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে মনমোহন সিং প্রথমে  অর্থ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে যোগদান করেছিলেন।  ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে  দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। আর্থিক পরিস্থিতির এক সংকটজনক সময় অর্থমন্ত্রীর চেয়ারে বসে দেশকে নতুন পথে চলার দিশা দেখিয়েছিলেন। তবে  দীর্ঘ ৩৩ বছর রাজ্যসভার সদস্য থাকার পর এদিন অবসর নেন মনমোহন সিং। আর তা নিয়ে এক আবেগপ্রবণ চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জু ন খাড়গে। তিনি বলেন, 'মনমোহন সিংয়ের অবসরের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান ঘটল। তিনি সকলের কাছে হিরো হয়েই থাকবেন।‘

Advertisement

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে কংগ্রস ওয়ার্কিং কমিটির সদস্য  হয়েছিলেন মনমোহন। তবে তিনি  কোনদিনই  মূল ধারার রাজনীতি করেনি। বেশিরভাগ সময় বিভিন্ন বৈঠকে তাঁকে মৌন অবস্থায় দেখা গিয়েছে। আর তা নিয়ে শেষ রাজনৈতিক মহলে চলত নানান গুঞ্জন। ২০১৪ সালে কংগ্রেসের কার্যকাল এবং প্রধানমন্ত্রী হিসাবে মনমোহনের ভূমিকাকেই হাতিয়ার করেন নরেন্দ্র মোদি। দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মোদি। কিন্তু মনমোহনের ‘জেন্টলম্যান প্রাইম মিনিস্টার’  তকমাটি কেড়ে নিতে ব্যর্থ   হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ।

Advertisement
Tags :
Advertisement