OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক, অল্পের জন্য প্রাণে রক্ষা

04:47 PM Mar 14, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়কের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, স্থিতিশীল রয়েছেন থিরিমান্নে। প্রাক্তন অধিনায়কের দুর্ঘটনার খবরে উদ্বেগ নেমে এসেছে দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেট মহলে।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে একটি মন্দিরে যাচ্ছিলেন থিরিমান্নে। অনুরাধাপুরার কাছে তাঁর গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়কের গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্ধার করে থিরিমান্নে ও তার পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যান। শ্রীলঙ্কায় চলতি লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছেন থিরিমান্নে। দুর্ঘটনার পরে ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও থিরিমান্নে ও তাঁর সঙ্গীরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’

২০১০ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল থিরিমান্নের। ২০২২ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্টই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দ্বীপ রাষ্ট্রটির হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন থিরিমান্নে। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপেও খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ সদস্যই ছিলেন। গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান  থিরিমান্নে।

Tags :
Former Sri Lanka skipper Lahiru Thirimanne
Next Article