OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘এখানে কোনও বিভেদ নেই, তাই বাংলায় বিনিয়োগ করুন’, আহ্বান মমতার

‘আমি বিভেদ পছন্দ করি না। এখানে কোনও বিভেদ নেই। তাই এখানে জমি নিন আর শিল্প গড়ে তুলুন।’ BGBS-23'র উদ্বোধনী মঞ্চ থেকেই বার্তা মমতার।
06:35 PM Nov 21, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলার ৩ দফার মুখ্যমন্ত্রী। তৃতীয়বার ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন এবার তাঁর পাখির চোখ ‘শিল্পায়ন’ এবং ‘কর্মসংস্থান’। সেই লক্ষ্যেই এদিন থেকে 7th Bengal Global Business Summit 2023’র উদ্বোধন করলেন কলকাতার পাশেই গড়ে ওঠা রাজারহাট নিউটাউনের Biswa Bangla Convention Centre-এর মঞ্চ থেকে। আর সেই মঞ্চ থেকেই তিনি প্রচ্ছন্ন ভাবে গেরুয়া শিবিরকে বার্তা দিয়ে বাংলার বুকে শিল্পে বিনিয়োগ করার জন্য দেশের তাবড় তাবড় শিল্পপতি ও বিদেশী প্রতিনিধি দলের সামনে আহ্বান রাখলেন। বললেন, ‘আমি বিভেদ পছন্দ করি না। এখানে কোনও বিভেদ নেই। আমরা স্বামী বিবেকানন্দের নীতি নিয়ে চলি। যদি আপনি মনে করেন আপনি দুর্বল তাহলে দুর্বল হবেন। আর যদি মনে করেন আপনি শক্তিশালী তাহলে শক্তিশালী। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির—কবিগুরুর এই কথাকে পাথেয় করি চলি। গোটা দেশের মধ্যে বাংলা অন্যতম ইকনমিক পাওয়ার হাউস হয়ে উঠেছে৷ তাই এখানে জমি নিন আর শিল্প গড়ে তুলুন।’ তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী 7th Bengal Global Business Summit 2023’র উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘কর্মসংস্থান বৃদ্ধিই আমার সরকারের প্রধান লক্ষ্য৷ এর জন্য আমরা মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ওপরেই জোর দিয়ে এসেছি। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ অংশ নিয়েছে৷ পার্টনার দেশ হিসেবে অংশ নিয়েছে ১৭টি দেশ৷ তার মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ৷ গত ৬টি বাণিজ্য সম্মেলন থেকে যে বিনিয়োগ এসেছে, তার ওপরে ভিত্তি করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প প্রকল্প রাজ্যে শুরু হয়েছে৷ বাংলা আজ দেশের মধ্যে অন্যতম ইকনমিক পাওয়ার হাউজ৷ দেশের মধ্যে অন্যতম দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতি আমাদের৷ সামাজিক ক্ষেত্রে আমরা গোটা দেশের মধ্যে এক নম্বরে৷ চলতি আর্থিক বছরেই ২১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে আমাদের অর্থনীতি৷ শিল্প ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় এখানে। বাংলার জিডিপি-ও বেড়েছে।’

রাজ্যে এখন বিনিয়োগের পরিবেশ রয়েছে বলেও এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে মহিলাদের জন্য সমস্ত সামাজিক প্রকল্প করেছি। তার সঙ্গে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। নিজের আপন বাড়ি ভাবুন, সুখের ঘর ভাবুন। কারণ এখানে আমরা বহু বিষয়ে এক নম্বরে রয়েছি। ক্ষুদ্র ও ছোট শিল্পে এক নম্বরে আছি। মহিলাদের ক্ষমতায়নে এক নম্বরে রয়েছি। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে দিই। বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার কার্ড দেওয়া হয়েছে। যার প্রিমিয়াম ‌দিতে হয় না। এখানে কোনও সাম্প্রদায়িকতা নেই। এখানে স্থায়ী সরকার আছে। ছেলে–মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মসংস্থানের প্রয়োজন। তাই আসুন এখানে বিনিয়োগ করুন। এখানে জমি নিন আর শিল্প গড়ে তুলুন।’‌

Tags :
7th Bengal Global Business Summit 2023Mamata Banerjee
Next Article