For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ক্রিসমাস ট্রি থেকে কেক, কবীরের সঙ্গে মিলে দুর্দান্ত ক্রিসমাস উদযাপন কোয়েল মল্লিকের

কলের সঙ্গে হাত মিলিয়ে ক্রিসমাসের কেকও বানালো কবীর। আবার এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে ক্রিসমাস ট্রি বানালেন ক্রিসমাস। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু।
02:10 PM Dec 26, 2023 IST | Sushmitaa
ক্রিসমাস ট্রি থেকে কেক  কবীরের সঙ্গে মিলে দুর্দান্ত ক্রিসমাস উদযাপন কোয়েল মল্লিকের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মানুষের কাছে ক্রিসমাস মানেই পার্কস্ট্রিট, অ্যালান পার্ক, সঙ্গে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ভ্রমণ। ছুটির দিনটা পরিবারের সঙ্গেই কেটে গিয়েছে। কেউ সন্তানদের নিয়ে চিড়িয়াখানা গিয়েছেন, আবার কেউ পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন পাহাড়ের উদ্দেশ্যে। বড়দিনের প্রাক্কাল থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলে মানুষের এই আনন্দের উৎসব। এই উৎসবের রেশ ধরেই আসে সরস্বতী পুজো তথা বাঙালির ভ্যালেন্টাইনস ডে। সাধে কি বলে, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। যাই হোক, ২৫ ডিসেম্বর গোটা বিশ্বে পালিত হয়েছে বড়দিনের উৎসব। বলিউডের পাশাপাশি টলিউডের তারকারাও চুটিয়ে মজা করেছেন। তবে ছোটদের কাছে বড়দিনের মজাটা একটু বেশিই উপভোগ্য।

Advertisement

উৎসবে সামিল হলেন অভিনেত্রী কোয়েল মল্লিকও, সঙ্গে ছিল তাঁর ছোট্টটিও। এদিন অভিনেত্রীর খোলস ছেড়ে একেবারে কবীরের মা হয়েই উৎসবে মেতে উঠেছিলেন কোয়েল মল্লিক। বড়দিনটা কোয়েলের কাটল ছোট্ট কবীরের সঙ্গেই। ২৫ ডিসেম্বর সকালে আরও অনেক শিশুর সঙ্গে ‘কিডস পার্টির আয়োজন করেছিলেন সুরিন্দর ফিল্মসের বহু রানী। মায়ের হাত ধরেই উল্লাসে মাততে দেখা গেল ৪ বছরের কবীর। সকলের সঙ্গে হাত মিলিয়ে ক্রিসমাসের কেকও বানালো কবীর। আবার এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে ক্রিসমাস ট্রি বানালেন ক্রিসমাস। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু। দূরে চেয়ারে বসেছিলেন কোয়েলের বাবা-মা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে। অন্যদিকে কবীরকে বাড়ির জানালায় ক্রিসমাসের স্টিকার লাগাতে সাহায্য করলেন বাবা নিসপাল সিং রানে।

Advertisement

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ক্রিসমাসটা দুর্দান্ত কেটেছে কোয়েলের। ছবিতে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘মিট্টি কবীরের মিট্টি মা’, কেউ লিখেছেন, খুব সুন্দর মুহূর্ত মেরি ক্রিসমাস কোয়েল দিদি এবং আমাদের লিটল চ্যাম্প কবীর। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন'। যে এই মন্তব্য করেছেন, সে নিজেকে কোয়েলের এক খুদে ভক্ত বলে জানিয়েছে। কারোর মন্তব্য, ‘ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে। এদিকে গতবছরও নাতি কবীরের জন্য সান্তা ক্লজ সেজে সারপ্রাইজ দিয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। প্রসঙ্গত, ২০২০-র মে মাসে কবীরের জন্ম দিয়েছিলেন কোয়েল। সেবছর কোভিডে মুড়ে ছিল গোটা বিশ্ব। এদিকে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিবাহিত জীবনেরও ১১ বছর কাটিয়ে ফেলেছেন কোয়েল মল্লিক।

Advertisement
Tags :
Advertisement