OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গঙ্গারামপুরে মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ

06:31 PM Jan 28, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ,১০০ দিনের কাজের টাকা না দেওয়া ,বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘ বদ্ধ শপথ গ্রহণ সভা করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya । এদিন গঙ্গারামপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিলাদের নিয়ে সভা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে সভা থেকে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে শাসকদলের হয়ে লড়ার বার্তা দেওয়া হয় তিনি । পাশাপাশি রাজ্যে সরকারের উন্নয়নের খতিয়ান ও কেন্দ্রের বঞ্চনার নিয়ে সভায় তুলে ধরেন রাজ্য মহিলা তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের সভায় রাজ্য ও জেলার একাধিক মহিলা সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে,প্রান্তিক এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপথগামী থেকে সুপথগামী করার লক্ষে ওই এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার ১০ নং বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্র ছাত্রীদের নিয়ে কচিকাঁচার আসর আর্ট ইনস্টিটিউটের তরফে একটি আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গঙ্গারামপুর পৌরসভার(Gangarampur Municipality) ১০ নং ওয়ার্ড বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী। ফার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা ঘটেনি বললেও চলে, তাই আলোর দিশা দেখাতে ও বিপথগামী থেকে মুক্ত করার লক্ষে শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ও বর্তমান সময়ে মোবাইলে আসক্ত প্রজন্মকে মুক্ত করতে গঙ্গারামপুরের সুপরিচিত আর্ট ইনস্টিটিউট কচিকাঁচার আসরের তরফে তথা তার কর্ণধার মানিক কুমার মাহাতোর উদ্যোগে শতাধিক শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে আকার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী সংগঠনের জেলা সভাপতি দেবযানী দত্ত, পৌরসভার ১০ নং ওয়ার্ডের বুরুজপাড়ার কাউন্সিলর রিতা চক্রবর্তী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শিখা হালদার, বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব হালদার, কর্ণদার মানিক কুমার মাহাতো সহ আরো বিশিষ্ট সমাজসেবী ও অভিভাবক ও এলাকার মানুষজন। এদিন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে শ্রীমদ্ভাগবত গীতা সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তুলে দেওয়া হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের পুরস্কৃত করা হয়।

এবিষয়ে কচিকাঁচার আসর আর্ট ইনস্টিটিউটের কর্নধার মানিক কুমার মহন্ত জানান," মূলত, গঙ্গারামপুরের এই বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এখানকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী, আর এই এলাকাতে সেই কারণে শিক্ষার প্রসারটা খুব কম। তাই সেই সব শিশুগুলি যাতে বিপথগামী না হয় এবং তারা যেন আলোর দিশাতে প্রসারিত হয় সেই লক্ষ্যে আমার ইনস্টিটিউট কচিকাঁচার আসরের উদ্যোগে এই আকার প্রতিযোগিতা অনুষ্ঠান। যাতে করে আগামী দিনে এই আকার মধ্য দিয়ে প্রান্তিক এলাকার এই শিশু ও ছাত্রছাত্রীরা যাতে আলোর দিশায় প্রসারিত হয় সেই কারণেই আমাদের এই প্রয়াস"। এই দিন এই আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি যেমন ছিল তার পাশাপাশি শিশু ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মাদানও ছিল যথেষ্ট লক্ষণীয়।

Tags :
Gangarampur Chandrima BahattacharyaGangarampur Mahila TMC Protest Meeting
Next Article