OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজ্যের ৩ কোভিড আক্রান্তের হবে Genome Sequencing Test, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮

রাজ্যে যে ৩জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের Genome Sequencing Test করানো হবে। নমুনা যাচ্ছে কল্যাণীতে।
10:43 AM Dec 22, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দেশে হানা দিয়েছে কোভিডের(Covid) নয়া ভ্যারিয়েন্ট(New Variant) JN.1। সেই নয়া ভ্যারিয়েন্টে দেশের ২১জন নাগরিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে ৭টির ক্ষেত্রে। এরই মধ্যে সামনে এসেছে বাংলার(Bengal) বুকেও ফের নতুন করে ৩জন কোভিড রোগীর সন্ধান মিলেছে। এরা কোভিডের পুরাতন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন নাকি নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন সেটা জানা জন্য এনার ৩জনেরই Genome Sequencing Test করাবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর(West Bengal State Health Department)। এই ৩জনের মধ্যে আবার এক শিশুও রয়েছে। কোভিড পরীক্ষার জন‌্য এই রাজ্যে শেষবার Genome Sequencing Test হয়েছিল গত নভেম্বরে। সেই সময় ১৬জনের নমুনা পাঠানো হয়েছিল। একমাসও কাটল না, ফের ওই পরীক্ষার জন‌্য নমুনা পাঠানো হতে চলেছে Institute of Virology, Kalyani-তে।  উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যে আরও ৫জন নতুন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। তার জেরে রাজ্যে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা হল ৮।

স্বাস্থ‌্য ভবন সূত্রে খবর, খাস কলকাতা শহরের একটি সরকারি মেডিকেল কলেজে একটি ছ’মাসের শিশু এবং শহরের দু’টি নামি বেসরকারি হাসপাতালে দু’জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনজনই বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। জ্বর-সর্দির উপসর্গ থাকায় তাঁদের কোভিডের RTPCR Test করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় ওই ৩জনেরই Genome Sequencing Test করানো হবে এটা দেখার জন্য যে এই ৩জনের মধ্যে কেউ কোভিডের নয়া ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়েছে কিনা। যে শিশুটি কোভিডে আক্রান্ত হয়েছে সে আবার বিহারের বাসিন্দা। মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ নিয়ে তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন‌্যান‌্য উপসর্গের সঙ্গে তার কোভিড পরীক্ষাও হয়। তারই রিপোর্ট পজেটিভ এসেছে। তাকে এখন ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

অন্যদিকে কলকাতার দু’টি নামি বেসরকারি হাসপাতালে যে দুই জন কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন তাঁদের একজন আবার হৃদরোগী। অপরজন ম‌্যালেরিয়া সংক্রমণ নিয়ে ভর্তি হন। তাঁদের লালারসের নমুনা কল‌্যাণীর কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানোর তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্যে ফের কোভিড পজিটিভ রোগীর সন্ধান মেলার মধ্যেই বৃহস্পতিবার থেকে জেলাগুলির সরকারি হাসপাতাল ও ল‌্যাবরেটরিতে করোনার RTPCR Testও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। কোনও পজিটিভ রোগীর হদিশ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে বর্ধমান জেলায়, ২৮টি। ১৪টি জেলায় কোনও পরীক্ষা হয়নি। শুক্রবার জেলা মুখ‌্য স্বাস্থ‌্যকর্তা এবং হাসপাতালগুলির সঙ্গে কোভিড বৈঠক করবেন স্বাস্থ‌্যভবনের কর্তারা।

Tags :
bengalCovidGenome Sequencing TestInstitute of VirologyJN.1KalyaniNew VariantRTPCR Test.West Bengal State Health Department
Next Article